সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha 2024) চলাকালীনই উত্তরপ্রদেশের রাজনীতিতে চমকপ্রদ বদল। ভাইপো আকাশ আনন্দকে দলের সব গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দিলেন মায়াবতী। বহেনজি বলছেন, আকাশ এখনও পুরোপুরি ‘পরিপক্ক’ হননি। যতদিন তিনি পরিপক্ক না হচ্ছেন, ততদিন দলের সব কাজ থেকে বিরত থাকবেন।
2. इसी क्रम में पार्टी में, अन्य लोगों को आगे बढ़ाने के साथ ही, श्री आकाश आनन्द को नेशनल कोओर्डिनेटर व अपना उत्तराधिकारी घोषित किया, किन्तु पार्टी व मूवमेन्ट के व्यापक हित में पूर्ण परिपक्वता (maturity) आने तक अभी उन्हें इन दोनों अहम जिम्मेदारियों से अलग किया जा रहा है।
— Mayawati (@Mayawati) May 7, 2024
মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিন মায়াবতী (Mayawati) এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, “দল এবং দলিত আন্দোলনের বৃহত্তর স্বার্থে পরিপক্কতা অর্জন করা পর্যন্ত আকাশ আনন্দকে দলের ন্যাশনাল কো অর্ডিনেটর পদ থেকে সরানো হল। আমার উত্তরাধিকারী হিসাব যে ঘোষণা করেছিলাম, সেটাও ওর পূর্ণ পরিপক্কতা আসা পর্যন্ত স্থগিত থাকবে। তবে ওঁর বাবার আনন্দ কুমার যেভাবে দলের পদে ছিলেন, সেভাবেই থাকবেন।”
গত বছরের শেষের দিকেই বিএসপিতে লং জাম্প দেন তিরিশের কোঠায় পা রাখা আকাশ। ডিসেম্বর মাসে এক দলীয় বৈঠকে মায়াবতী ঘোষণা করেন, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো। বিএসপি সুপ্রিমো হিসাবে তাঁর উত্তরসূরি যে ভাইপো আকাশ আনন্দই হতে চলেছেন সেটাও বুঝিয়ে দেন মায়াবতী। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেন বেহেনজি।
তাৎপর্যপূর্ণভাবে দলে আকাশের গুরুত্ব এভাবে বেড়ে যাওয়ায় আপত্তি ছিল বিএসপির বহু নেতারই। তাঁদের অনেককেই সাসপেন্ডও করা হয়। এবার লোকসভা ভোটেও অনেক ক্ষেত্রে মায়াবতীকে ছাপিয়ে বিএসপির মুখ হিসাবে উঠে এসেছেন আকাশ। উত্তরপ্রদেশে প্রচারের ক্ষেত্রে তিনিই মুখ্য ভূমিকা নিচ্ছেন। যা নিয়ে দলের অন্দরে অস্বস্তি ছিল। অনেক নেতাই আকাশের এই উত্তরণ মানতে পারছিলেন না। তাঁদের চাপেই কি এই সিদ্ধান্ত নিলেন মায়াবতী?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.