সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা স্যাম পিত্রোদায় রক্ষে নেই, দোসর মণিশঙ্কর আইয়ার (Mani Shankar Aiyar)। ভোটের মুখে ফের দলকে অস্বস্তিতে ফেললেন প্রবীণ কংগ্রেস নেতা। এক সাক্ষাৎকারে মণিশঙ্কর আইয়ার বলে দিলেন, পরমাণু শক্তিধর পাকিস্তানকে সম্মান করা উচিত ভারতের। পেশি শক্তির প্রদর্শন না করে আলোচনায় বসা উচিত প্রতিবেশী দেশের সঙ্গে।
ওই সাক্ষাৎকারে আইয়ারের বক্তব্য, “ভারত যদি পরমাণু শক্তিধর দেশ হয়, তাহলে পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ। সরকারের উচিত পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা করা। সেটা না করে পেশিশক্তি দেখিয়ে দুদেশের মধ্যে টানাপোড়েন বাড়াচ্ছে সরকার।” এখানেই থেমে থাকেননি প্রবীণ কংগ্রেস (Congress) নেতা। তাঁর বক্তব্য, “পাকিস্তানের হাতে পরমাণু বোমা আছে। যদি কোনও ‘পাগল’ সেটা আমাদের দেশে ফেলে দেয়, তাহলে কী হবে!”
আইয়ার বলছেন, “মানলাম আমাদের কাছেও পরমাণু বোমা আছে। যদি এখানকার কোনও ‘পাগল’ পরমাণু বোমা লাহোরে ফেলার সিদ্ধান্ত নেয়, তাহলে তার পালটা অমৃতসরে একটা পরমাণু বোমা ফেলতে ৮ সেকেন্ড সময়ও লাগবে না পাকিস্তানের।” আইয়ারের এই মন্তব্য হাতিয়ার করে সঙ্গে সঙ্গে আসরে নেমে পড়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, কংগ্রেস যে পাকিস্তানপ্রেমী সেটা আইয়ারের মতো প্রবীণ নেতার কথাতেই স্পষ্ট। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর টুইট করে বলছেন, “কংগ্রেসের নীতি এখানে স্পষ্ট। পাকিস্তানের সমর্থন নাও, আর পালটা ওদের সমর্থন করো।” আরেক বিজেপি সাংসদ রবি কিষান বলছেন, “পাকিস্তান যেমন খাবারের অভাবে ভুগছে, তেমনই আইয়ারকেও কষ্ট দেওয়া উচিত। তাঁর মনে রাখা উচিত, এটা কংগ্রেসের ভীতু ভারত নয়। এটা মোদিজির ভারত।”
লোকসভা ভোটের (Lok Sabha 2024) মধ্যে স্যাম পিত্রোদার দুটি মন্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে কংগ্রেসকে। তবে এবার আইয়ার রীতিমতো বোমা ফাটালেন। এর আগে ২০১৯ নির্বাচনেও দলকে অস্বস্তিতে ফেলেছিলেন আইয়ার। সেবার মোদিকে ‘নীচ আদমি’ বলেছিলেন তিনি। যা ভোটের প্রচারে পুরোদস্তুর ব্যবহার করেন প্রধানমন্ত্রী। আইয়ারের এই ‘পাক প্রীতি’ও যে বিজেপি কাজে লাগাবে, বলার অপেক্ষা রাখে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.