ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া (INDIA) জোটের নেতৃত্ব দেবে তৃণমূল কংগ্রেসই। অসমে ভোটপ্রচারে গিয়ে জোর গলায় বলে এলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, প্রকৃতপক্ষে বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূলই।
এবারের লোকসভা নির্বাচনে রাজ্যের বাইরে প্রথম অসমেই প্রচারে গেলেন মমতা। অসমের চার আসনে লড়ছেন তৃণমূল প্রার্থীরা। মূলত বাঙালি এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে লড়ছে এরাজ্যের শাসকদল। বুধবার অসমের শিলচরে প্রথম সভা করতে গিয়ে বিভাজন অস্ত্রে বিজেপিকে (BJP) বিঁধলেন তিনি। অবশ্যম্ভাবী ভাবে উঠে এসেছে এনআরসি, সিএএ প্রসঙ্গ। মমতার সাফ কথা, তৃণমূল ক্ষমতায় এলে বাতিল হবে সিএএ- এনআরসি (NRC)। কার্যকর হবে না অভিন্ন দেওয়ানি বিধিও।
শিলচরের সভায় মমতা বললেন, “বাঙালি হিন্দুই বলুন, বাঙালি মুসলমানই বলুন- শুধু এই দুই গোষ্ঠী এক হলেই ৭০ শতাংশ হয়ে যায়। আপনারা আবার কবে এক হবেন। আমাদের চার আসনে জেতান। অসমের আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল সব আসনে লড়াই করবে এবং জিতবে। এবার ট্রায়াল দিতে এসেছি। ফাইনাল বাকি আছে।” এর পরই মমতার ঘোষণা, “আমরা জিতলে এনআরসি হবে না। CAA হবে না। অভিন্ন দেওয়ানি বিধি হবে না, সব তুলে দেব। অনেকে এখনও ডি ভোটার লিস্টে বহু মানুষ পড়ে। যাঁদের ভবিষ্যৎ জানেন না, আমি তাঁদের ভবিষ্যৎ ঠিক করে দেব।” বিজেপিকে বিঁধে মমতার (Mamata Banerjee) বক্তব্য, “তোমরা গোটা ভারতকে ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ। জেলখানা বানিয়ে দিয়েছ। দাঙ্গাবাজ, ভাঁওতাবাজ, লুটেরা এই সরকার। আর ভয় পাবেন না। এদের দূর করুন।”
অসমে (Assam) বিজেপির বিরুদ্ধে মূল লড়াই কংগ্রেসের। তৃণমূলও যে পিছিয়ে নেই সেটাও এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা। সাফ জানিয়ে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে অসম বা বাংলায় আসনরফা না হলেও সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেবে তৃণমূলই। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়,”আপনারা এক হোন। জোট বাঁধুন। জোট মানে তৃণমূল কংগ্রেস। আমরাই ইন্ডিয়াকে পথ দেখাব। আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে। কংগ্রেসও নেই, সিপিএমও নেই। ওরা বিজেপিকে সাহায্য করবে। মনে রাখবেন গোটা দেশে আমরাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেব, যদি আপনাদের সমর্থন থাকে। এটা আপনাদের বলে রাখলাম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.