Advertisement
Advertisement

Breaking News

Kanhaiya Kumar

বেগুসরাই অতীত, এবার দিল্লি থেকে লোকসভার লড়াইয়ে কংগ্রেসের কানহাইয়া

সম্ভাবনাময় আসন থেকে কানহাইয়াকে দাঁড় করাতে চায় কংগ্রেস।

Lok Sabha 2024: Kanhaiya Kumar to fight form North East Delhi
Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2024 2:54 pm
  • Updated:April 13, 2024 2:54 pm  

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: জন্মস্থান বিহারের বেগুসরাই ছেড়ে এবার দিল্লিতে পাকাপাকি বাসা বাঁধতে চলেছেন একসময়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) প্রাক্তন বামপন্থী ছাত্রনেতা কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। কংগ্রেস তাঁকে দিল্লির একটি আসন থেকে প্রার্থী করতে পারে বলে এআইসিসি সূত্রের খবর।

উত্তর-পূর্ব দিল্লি আসনে তাঁকে প্রার্থী করা নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। গত লোকসভা নির্বাচনে বেগুসরাইতে সিপিআইয়ের (CPI) প্রার্থী হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে পরাজিত হন কানহাইয়া। দিল্লির সাতটি আসনে জোট করে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি (AAP) ও কংগ্রেস। আপ চারটি ও কংগ্রেস তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত পাকা।

Advertisement

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জ্যোতিপ্রিয়-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দলের পর্যবেক্ষক দীপক বাবারিয়া, প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দর সিং লাভলি প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়ার সঙ্গে বৈঠক করেন। সেখানেই ঠিক হয়, তিনি দিল্লির উত্তর-পূর্ব কেন্দ্রের জন্য তাঁর নাম দলের জাতীয় নির্বাচন কমিটির কাছে পাঠানো হচ্ছে। শনিবার দলের জাতীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে। সেখানেই তাঁর নামের পাশে সিলমোহর পড়তে পারে বলে এআইসিসি (AICC) সূত্রে খবর।

[আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের কী বার্তা বিদেশমন্ত্রকের?]

কেন বেগুসরাইয়ের বদলে উত্তর পূর্ব দিল্লি কানহাইয়ার জন্য বেছে নেওয়া হল? দলের একাংশের ব্যাখ্যা, রাজধানীর এই অংশে বিপুল সংখ্যক বিহারের মানুষ বসবাস করেন। তাই এই কেন্দ্রের জন্য কানহাইয়াকে বেছে নেওয়া হচ্ছে। কারণ, যে তিনটি আসন জোটের পক্ষে অত্যন্ত ইতিবাচক তার মধ্যে রয়েছে এই আসনটি। দল চাইছে, সম্ভাবনাময় কোনও একটি আসন থেকে কানহাইয়াকে দাঁড় করাতে। যাতে তাঁকে সংসদে নিয়ে যাওয়া যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement