Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

জল্পনার অবসান, NDA-তে যোগ অখিলেশের ‘বন্ধু’ জয়ন্তর, শক্তি বাড়ল বিজেপির

কৃষক বিক্ষোভের ধাক্কা সামাল দিতে আরএলডি নেতা জয়ন্ত চৌধুরীতেই ভরসা বিজেপির।

Lok Sabha 2024: Jayant Chaudhary's Rashtriya Lok Dal formally joins BJP-led NDA
Published by: Subhajit Mandal
  • Posted:March 3, 2024 10:49 am
  • Updated:March 3, 2024 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনা ছিলই। এবার সরকারি শিলমোহর পড়ে গেল। বিজেপির হাত ধরলেন জাট নেতা তথা রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী (Jayant Chaudhary)। শনিবার অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করে সরকারিভাবে এনডিএ-তে যোগ দেন তিনি।

এদিন সমাজমাধ্যমে জয়ন্ত লেখেন, “নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতে দরিদ্রের কল্যাণে অভূতপূর্ব বিকাশ ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি (Amit Shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাজির সঙ্গে দেখা করে এনডিএ শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এনডিএ মানে উন্নত ভারতের সংকল্প। লোকসভা ভোটে ৪০০-র বেশি আসন পাবে এই জোট।” জেপি নাড্ডাও (JP Nadda) জয়ন্তকে জোটে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, “অমিত শাহের উপস্থিতিতে আরএলডির প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক হয়েছে। এনডিএ পরিবারে তাঁর যোগ দেওয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিক ভাবে স্বাগত জানাই।”

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর জন্য বন্ধ স্কুলের পঠনপাঠন, কমিশনকে চিঠি ব্রাত্য বসুর]

সমাজবাদী পার্টি (Samajwadi Party) সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে উত্তরপ্রদেশের আসন বণ্টন নিয়ে কথা হয়েছিল আরএলডি প্রধান জয়ন্ত চৌধুরীর। যেখানে আরএলডি-কে সাতটি লোকসভা (Lok Sabha 2024) আসন দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন অখিলেশ। কিন্তু তাতে বিশেষ জয়ের সম্ভাবনা দেখছিলেন না জয়ন্ত। সম্ভবত সেকারণেই তিনি বিজেপির হাত ধরলেন। সূত্রের দাবি, বিজেপি আরএলডিকে মাত্র দুটি আসন ছাড়তে রাজি হয়েছে। ওই দুই আসনেই রাজি জাট নেতা। বেশ কিছুদিন আগেই তাঁর এনডিএতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু মাঝে কৃষক বিক্ষোভ শুরু হওয়ায়, পিছিয়ে যান জয়ন্ত চৌধুরী। বিক্ষোভ খানিক স্তিমিত হতেই সরকারিভাবে বিজেপির হাত ধরলেন তিনি।

[আরও পড়ুন: লক্ষ্য প্রত্যেক শহরে শাখা স্থাপন, সমবায় ব্যাঙ্কের যৌথ সংগঠন NUCFDC-র উদ্বোধন অমিত শাহর]

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কিষান আন্দোলনের জেরে জাট অধ্যুষিত হরিয়ানা, উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকা নিয়ে খানিকটা চিন্তায় ছিল বিজেপি। তবে এনডিএ শিবিরে আরএলডি শামিল হলে জাটদের মন পাওয়া সহজ হবে। অন্যদিকে জয়ন্তের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের জন্য বড়সড় ধাক্কা। যদিও কংগ্রেসের দাবি, আসল লোকদল তাঁদের সঙ্গেই আছে। জয়ন্ত চৌধুরী আসল লোকদলের নেতা নন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement