Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

‘ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে’, ভোটপ্রচারে ফের ‘মেরুকরণ’ অস্ত্র মোদির

দুদফার ভোটে ২-০ ব্যবধানে এগিয়ে NDA, দাবি মোদির।

Lok Sabha 2024: INDIA bloc resorted to the practice of appeasement politics, says PM Modi

ছবি: সোশাল মিডিয়া

Published by: Subhajit Mandal
  • Posted:April 28, 2024 10:34 am
  • Updated:April 28, 2024 10:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের ভোট কার্যত শেষ। উত্তর ও পশ্চিম ভারতের নির্বাচন পুরোদমে শুরু হতেই পুরনো ফর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মীয় মেরুকরণের যে চেষ্টা তিনি শুরু করেছেন রাজস্থান থেকে, সেটাই এবার আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন মহারাষ্ট্রে। ইন্ডিয়া (INDIA) জোটকে কটাক্ষ করে সাফ বলে দিলেন, “ওরা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে। সনাতন ধর্মকে অপমান করে।”

২০২৩ সালের শেষের দিকে সনাতন ধর্ম নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন। ‘সনাতন অ্যাবলিশন কনফারেন্সে’ যোগ দিয়ে তিনি বলে বসেন, “কিছু জিনিসের প্রতিবাদ করা যায় না। সেগুলির অবলুপ্ত ঘটানো দরকার। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া কিংবা করোনার বিরোধিতা করি না। আমরা সেটা নির্মূল করি। ঠিক সেভাবেই আমাদের সনাতন ধর্মকে (Sanatana dharma) অবলুপ্ত করতে হবে। ‘সনাতন’ শব্দটা এসেছে সংস্কৃত থেকে। এটা সামাজিক ন্যায় ও সাম্যের বিরুদ্ধে।” দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে ভোট চলাকালীন মোদি এই বিষয়টি সেভাবে তোলেননি। কিন্তু উত্তর ও পশ্চিম ভারতে নির্বাচনী প্রচারের শুরুতেই উদয়নিধি স্ট্যালিনের এই মন্তব্যকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: বামেরা ক্ষমতায় এলে দ্বিগুণ হবে লক্ষ্মীর ভাণ্ডার! ভোটপ্রচারে সৃজনের মন্তব্য নিয়ে শোরগোল]

শনিবার মহারাষ্ট্রের কোলাপুরের সভা থেকে মোদি বললেন, “ডিএমকে (DMK), যারা কিনা কংগ্রেসের প্রিয়পাত্র, তাঁরা আজ সনাতন ধর্মকে অপমান করছে। ওরা সনাতন ধর্মকে ডেঙ্গু, মশা, ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছে। সেই ডিএমকেকে এই ইন্ডি জোটের লোকজন মহারাষ্ট্রে ডেকে এনে সম্মান দেয়। যারা সনাতন ধর্মকে ধ্বংস করার কথা বলে, সনাতন ধর্মের অপমান করে, এরা তাঁদের সম্মান দেয়। আজ বালাসাহেব বেঁচে থাকলে এদের উপর নিশ্চয়ই রাগ করতেন।”

[আরও পড়ুন: ‘যোগ্য’দের চাকরি ফেরানোর দাবি, SSC ভবন ঘেরাও কর্মসূচিতে বাম-পুলিশ খণ্ডযুদ্ধ]

মোদির (Narendra Modi) দাবি, প্রথম দুদফার ভোটেই দুর্দান্ত পারফর্ম করেছে বিজেপি এবং এনডিএ। ফুটবলের ভাষা ধার করে নিয়ে মোদি বললেন, “প্রথম দুদফায় আমরা ২-০ ব্যবধানে এগিয়ে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement