Advertisement
Advertisement
Lok Sabha 2024

‘মোদি ফের ক্ষমতায় এলে দুশো বছর পিছিয়ে যাবে দেশ’, তোপ স্ট্যালিনের

'বিজেপিকে একটা ভোট মানে তামিলনাড়ুর শত্রুকে একটা ভোট', বলছেন দক্ষিণী রাজ্যের মুখ্যমন্ত্রী।

Lok Sabha 2024: If Modi comes to power again, country will go back by 200 years, says Stalin
Published by: Biswadip Dey
  • Posted:April 17, 2024 10:21 am
  • Updated:April 17, 2024 12:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দলকে এবারের নির্বাচনী প্রচারে বার বার আক্রমণ করতে দেখা গিয়েছ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। হাতিয়ার মূলত পরিবারতন্ত্র এবং দুর্নীতি। পালটা দিতে মোদিকেও আক্রমণ করতে দেখা গিয়েছে ডিএমকে (DMK) সুপ্রিমো এম কে স্ট্যালিনকে। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর তোপ, ”যদি মোদি ফের ক্ষমতায় আসেন, তাহলে দেশ ২০০ বছর পিছিয়ে যাবে।”

শ্রীপেরেমবুদুরে ডিএমকে প্রার্থী টি আর বালুর হয়ে প্রচারে এসেছিলেন স্ট্যালিন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ”মোদি (PM Modi) ক্ষমতায় এলে দেশ ২০০ বছর পিছিয়ে যাবে। ইতিহাস নতুন করে লেখা হবে। একই ভাবে বিজ্ঞানও পিছিয়ে যাবে। কুসংস্কারে গড়া কাহিনিকে গুরুত্ব দেওয়া হবে। ড. বি আর আম্বেদকরের লেখা সংবিধানকে বদলে দেওয়া হবে আরএসএসের নিয়ম দিয়ে।” সেই সঙ্গেই তাঁর দাবি, ”বিজেপিকে একটা ভোট মানে তামিলনাড়ুর শত্রুকে একটা ভোট। এআইএডিএমকেকে একটা ভোট মানে রাজ্যের বিশ্বাসঘাতকদের একটা ভোট।” তাঁর কটাক্ষ, এআইএডিএমকেকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া একই।

Advertisement

[আরও পড়ুন: মমতার উত্তরসূরি কি অভিষেক? মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো]

তামিলনাড়ুতে ডিএমকে-বিরোধী ঢেউ উঠেছে, এমনই দাবি করেছেন মোদি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। এই দাবিকে উড়িয়ে দিয়ে স্ট্যালিনের মন্তব্য, ”বিজেপি কখনও তামিলনাড়ুতে (Tamil Nadu) বাড়তে পারবে না। যত বছর ধরেই চেষ্টা করুক না কেন। ২০১৪ বা ২০১৯ সালে তামিলনাড়ুর মানুষ আপনাকে ভোট দেননি। আজ আপনাকে দেবেন কেন? যেভাবে আপনি লোকের সঙ্গে প্রতারণা করেন, সেভাবেই আপনার সঙ্গেও কেউ প্রতারণা করে বলেছেন, বিজেপি তামিলনাড়ুতে জয়লাভ করবে।”

প্রসঙ্গত কদিন আগেও স্ট্যালিনকে বলতে শোনা গিয়েছিল, “দেশে দুর্নীতির বিশ্ববিদ্যালয় তৈরি হলে মোদিই হবেন সেটির আচার্য। তিনিই যোগ্যতম। ইলেক্টোরাল বন্ডের তথ্য সামনে আসার পর কারও সন্দেহ থাকার কথা নয় যে, বিজেপি কতবড় দুর্নীতিবাজ দল। পিএম কেয়ার্স তহবিলও দুর্নীতির এক নিদর্শন। আর নরেন্দ্র মোদি সেই দলেরই নেতা। বিজেপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করে ফেলেছে।” এবার ফের মোদিকে তোপ দাগতে দেখা গেল তাঁকে।

[আরও পড়ুন: গোয়া নির্বাচনে ছিলেন আপের আর্থিক দায়িত্বে, লোকসভা ভোটের আগে ইডির হাতে গ্রেপ্তার সেই চনপ্রীত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement