Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

আজ থেকেই রাজ্যে শুরু ভোটগ্রহণ! কারা ভোট দিতে পারবেন বাড়িতে বসে?

৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ের তিনটি কেন্দ্রে এই 'হোম ভোটিং' চলবে।

Lok Sabha 2024: Home voting starts from 5th April

প্রতীকী ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:April 5, 2024 11:16 am
  • Updated:April 5, 2024 11:16 am  

সুদীপ রায়চৌধুরী: শুক্রবার থেকেই রাজ্যে শুরু হয়ে যাচ্ছে ভোটগ্রহণ (Lok Sabha 2024) প্রক্রিয়া। এ বছর লোকসভা ভোটে বিশেষ ক্ষেত্রে বাড়ি থেকে ভোট দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত প্রথম পর্যায়ের তিনটি কেন্দ্রে এই ‘হোম ভোটিং’ চলবে।

কারা দিতে পারবেন বাড়িতে বসে ভোট? ৮৫-র বেশি বয়সী প্রবীণেরা, অন্তত ৪০ শতাংশ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তি এবং পুলিশ, দমকল, রেলকর্মী প্রমুখ ১৮টি জরুরি পরিষেবার পেশার লোকজন এই সুযোগ পাবেন। রাজ্যে সিইওর (CEC West Bengal) দপ্তর জানিয়েছে, কোচবিহারে ২ হাজার ২৯২ জন প্রবীণ, ৭৬১ জন বিশেষভাবে সক্ষম এবং ১, ৬৯১ জন জরুরি পরিষেবার কর্মী মিলিয়ে মোট ৪৭৪৪ জন এই সুযোগ পাবেন।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন’, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শংকর

আলিপুরদুয়ারে ১,৯১১ জন প্রবীণ, ৯৬২ জন বিশেষভাবে সক্ষম এবং ২৬৬ জন জরুরি পরিষেবার কর্মী-সহ মোট ৩,১৩৯ জন এই সুযোগ পাবেন। জলপাইগুড়িতে ২,৪৮৬ জন প্রবীণ, ১,৩২৩ জন বিশেষভাবে সক্ষম ও ৩০৫ জন জরুরি পরিষেবার কর্মী-সহ মোট ৪১১৪ জন বাড়িতে বসে এই ভোট হবে। ভোটকর্মীরা ভোটারদের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ করবেন। এই ভোটও হবে কেন্দ্রীয় বাহিনীর (CAPF) উপস্থিতিতে।

[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে]

লোকসভা নির্বাচন ঘোষণার সময়ই দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar) জানিয়েছিলেন, এই প্রথম লোকসভায় বাড়িতে বসে ভোট দিতে পারবেন প্রবীণ এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ভোটাররা। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকেই। এবারের নির্বাচনে কোনও ধরনের অশান্তি বা গণ্ডগোল বরদাস্ত করা হবে না, সেটাও জানিয়েছেন তিনি। অশান্তি ঠেকাতে বিভিন্ন পদক্ষেপের কথাও বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার। এছাড়া কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ওয়েব কাস্টিংয়ের উপর জোর দেওয়া হচ্ছে তার আভাসও দিয়েছিলেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement