Advertisement
Advertisement
Lok Sabha 2024

তৃতীয় দফাতেও নিম্নমুখী ভোটের হার! বাংলাকে টেক্কা অসমের

ওয়াকিবহাল মহলের মতে, ভোটারদের হাতে তেমন হাতেগরম ইস্যু নেই। যা তাঁদের বুথমুখী করতে পারে। আবার, অতিরিক্ত গরমকে দায়ী করছেন কেউ কেউ।

Lok Sabha 2024: Here are the vote percentage of third phase
Published by: Subhajit Mandal
  • Posted:May 7, 2024 9:49 pm
  • Updated:May 7, 2024 9:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ও দ্বিতীয় দফার মতো দেশে তৃতীয় দফাতেও ভোটের হার সেই নিম্নমুখীই। রাত ৮টা পর্যন্ত নির্বাচন কমিশন (Election Commission) যে তথ্য দিচ্ছে, তাতে দেশের ৯৩ আসনে মোট ৬১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছে। এবার ভোটের হারে বাংলাকে টেক্কা দিয়েছে অসম।

এই পর্বে সব মিলিয়ে ভোট (Lok Sabha 2024) হওয়ার কথা ছিল ৯৪ আসনে। তবে গুজরাটের সুরাটে বিজেপি (BJP) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় ভোট হল ৯৩ আসনে। এই পর্বে যে আসনগুলিতে ভোট হল, সেগুলির মধ্যে গুজরাটেরই ২৫টি আসন রয়েছে। এর বাইরে ভোট হল কর্নাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ৯, ছত্তিশগড়ের ৭, বিহারের পাঁচ, অসমের চার, গোয়ার দুই এবং দুই কেন্দ্রশাসিত অঞ্চলে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ছাদে জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার মহিলার দেহ! যোগীরাজ্যে চাঞ্চল্য]

এই রাজ্যগুলিতে কমিশনের দেওয়া ভোটের হার:
অসম: ৭৫.০৯ %
বিহার: ৫৬.৫৫ %
ছত্তিশগড়: ৬৬.৯৯ %
দমন ও দিউ: ৬৫.২৩ %
গোয়া: ৭৪.২৭ %
গুজরাট: ৫৬.৬৬ %
কর্নাটক: ৬৭.৪৬ %
মধ্যপ্রদেশ: ৬৩.৬৩ %
মহারাষ্ট্র: ৫৭.৩৪ %
উত্তরপ্রদেশ: ৫৩.৬৩ %
পশ্চিমবঙ্গ: ৭৩.৯৩ %

[আরও পড়ুন: টাইটানের শেয়ারে বিরাট ধসের জের, একদিনে ৮০০ কোটি খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী]

এই পর্বে ভোটের হারে বাংলাকে টেক্কা দিয়েছে অসম। সেরাজ্যে ভোট হয়েছে ৭৫.০৯ %। বাংলায় ভোট হয়েছে ৭৩.৯৩ %। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। প্রথম দুদফার মতো এই দফাতেও ভোটের হার নিম্নমুখীই। কারণ কী? ওয়াকিবহাল মহলের মতে, ভোটারদের হাতে তেমন হাতেগরম ইস্যু নেই। যা তাঁদের বুথমুখী করতে পারে। আবার, অতিরিক্ত গরমকে দায়ী করছেন কেউ কেউ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement