Advertisement
Advertisement
Lok Sabha 2024

সোমবার চতুর্থ দফার ৯৬ আসনে ভোট, উদ্বেগের চোরাস্রোত বিজেপি-ইন্ডিয়া জোটে

এই পর্বে যে যে রাজ্যে ভোট হচ্ছে, তাতে কংগ্রেস, বিজেপি দুই শিবিরেরই নির্বাচন ভাগ্য অনেকাংশে নির্ধারিত হতে পারে।

Lok Sabha 2024: Fourth phase election to be held on Monday
Published by: Subhajit Mandal
  • Posted:May 12, 2024 4:20 pm
  • Updated:May 13, 2024 8:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্ধেকের বেশি আসনে ভোট শেষ। প্রথম তিন দফায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে ২৮৩ আসনে। সোমবার আরও ৯৬ আসন। চতুর্থ দফার এই নির্বাচনেই নির্ধারিত হয়ে যেতে পারে ভোটের ভবিষ্যৎ।

সোমবার মোট ১০ রাজ্যের ৯৬ আসনে নির্বাচন। বাংলার আট আসন ছাড়াও ভোট হচ্ছে অন্ধ্রপ্রদেশের ২৫, বিহারের ৫, ঝাড়খণ্ডের ৪, মধ্যপ্রদেশের ৮, মহারাষ্ট্রের ১১, ওড়িশার ৪, তেলেঙ্গানার ১৭, উত্তরপ্রদেশের ১৩ এবং জম্মু ও কাশ্মীরের ১ আসনে। প্রথম তিন দফায় ভোট মিটেছে নিরাপদে। এবারও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন (Election Election)। তবে প্রথম তিন দফার তুলনায় ভোটের হার বাড়ানোটাই চ্যালেঞ্জ কমিশনের।

Advertisement

[আরও পড়ুন: ‘এমন জায়গায় জিতব, ভোট পণ্ডিতরাও চমকে যাবেন’, বাংলা নিয়ে বড় ঘোষণা মোদির]

তাৎপর্যপূর্ণ, এই পর্বে যে যে রাজ্যে ভোট হচ্ছে, তাতে কংগ্রেস (Congress), বিজেপি দুই শিবিরেরই নির্বাচন ভাগ্য অনেকাংশে নির্ধারিত হতে পারে। তেলেঙ্গানার সবকটি আসনে ভোট এই পর্বে। সদ্যই সেরাজ্যে বিধানসভা ভোটে জিতেছে কংগ্রেস। ১৭ আসনের মধ্যে অন্তত ১০টি আসন জয়ের টার্গেট রয়েছে হাত শিবিরের। বিজেপিও এরাজ্যে বাড়তি আসন পাওয়ার আশায় বুক বাঁধছে। তেলেঙ্গানায় আগের বার ৪ আসন পায় বিজেপি। ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশেও এই পর্বের অধিকাংশ আসন জিতেছিল বিজেপি। ইন্ডিয়া জোটকে ভালো ফল করতে হলে এই রাজ্যগুলিতে বিজেপির ভোট ব্যাঙ্কে থাবা বসাতে হবে। এবার অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় আসন বাড়ানোর আশায় গেরুয়া শিবির।

[আরও পড়ুন: এবার মল্লিকার্জুন খাড়গের চপারে তল্লাশি! ‘শুধু কি বিরোধীরাই নিশানায়’, প্রশ্ন কংগ্রেসের]

লোকসভা ভোটের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনও সোমবার। সেরাজ্যে ওয়াইএসআর কংগ্রেস এবং টিডিপির (TDP) লড়াইয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে লড়ছে কংগ্রেস। ওড়িশার যে যে লোকসভায় ভোট হচ্ছে, সেই সেই এলাকার বিধানসভা ভোটও হয়ে যাবে সোমবারই। সেখানে সম্মুখ সমরে বিজেডি এবং বিজেপি। এই পর্বে যে সব হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ হবে তার মধ্যে রয়েছেন, অখিলেশ যাদব, আসাদউদ্দিন ওয়েইসি, গিরিরাজ সিং, অধীর চৌধুরী, ওয়াই এস শর্মিলারা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement