সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস (Congress) ক্ষমতায় ফিরলেই ফের তৈরি হবে বাবরি মসজিদ। ওড়িশায় ভোটপ্রচারে গিয়ে হিন্দু ভোটারদের রীতিমতো ‘ভয়’ দেখালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। তাঁর দাবি, মোদিকে ৪০০ আসন দিতেই হবে, যাতে কংগ্রেস নতুন করে বাবরি মসজিদ তৈরি করতে না পারে।
ওড়িশার এক সভায় অসমের মুখ্যমন্ত্রী বললেন, “কংগ্রেস অযোধ্যার রাম জন্মভূমিতে বাবরি মসজিদ (Babri Mosque) পুনর্নির্মাণের পরিকল্পনা করছে। তারা যাতে সফল না হতে পারে, সেটা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদী মানুষের কাছে ৪০০টি আসনে জেতানোর আবেদন জানিয়েছেন। মানুষের উচিত বেশি বেশি ভোট দিয়ে মোদিকে ৪০০ আসন উপহার দেওয়া।”
একদিন আগে খোদ মোদি (Narendra Modi) বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে রামমন্দিরে (Ram Temple) তালা ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। হিমন্ত আরও এক কাঠি উপরে উঠে বললেন, কংগ্রেস রাম মন্দিরের জায়গায় ফের বাবরি তৈরির পরিকল্পনা করছে। অসমের মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি রাম মন্দিরেই থামবে না। বিজেপির লক্ষ্য অনেক বড়। দেশের সব মন্দির পুনরুদ্ধার করা তাঁদের উদ্দেশ্য। সেই লক্ষ্য পূরণের জন্যই ৪০০ আসন চান মোদি।
লোকসভা ভোটের দ্বিতীয় দফার পরই মেরুকরণের খেলাটা শুরু করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কোনও রাখঢাক না করেই কংগ্রেসকে মুসলিম পন্থী দল হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন মোদি। পিছিয়ে নেই তাঁর অনুগামীরাও। এতদিন মোদির সুরে কংগ্রেসকে বিঁধছিলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ, জেপি নাড্ডারা। এবার সেই তালিকায় যোগ হলেন হিমন্তও। বলা ভালো, মোদির থেকেও জোরাল তাঁর সুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.