বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: তৃতীয় দফার ভোটের দিনই নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এদিনই আবার তৃণমূলের তরফে প্রথম ও দ্বিতীয় দফা ভোটের পরিসংখ্যান দাবি করে কমিশনকে চিঠি দেওয়া হয়। জানা গিয়েছে, কমিশনের ভূমিকা নিয়ে জোটের অন্দরে আলোচনা করতে কয়েক দিনের মধ্যেই বৈঠকে বসতে পারে INDIA নেতৃত্ব।
প্রথম দফার ১১দিন ও দ্বিতীয় দফার ৪ দিন পরে কমিশনের তরফে ভোটদান সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। যদিও তা অসম্পূর্ণ তথ্য বলে অভিযোগ বিরোধীদের। প্রথমত, ভোটদানের পরদিন কমিশন যে তথ্য প্রকাশ করে তার সঙ্গে চূড়ান্ত তথ্যের যথেষ্ঠ অমিল ছিল। এক লাফে ভোটদানের হার প্রায় ৬ শতাংশ বেড়ে যাওয়ায় বিরোধীদের তরফে বিস্ময় প্রকাশ করা হয়। কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে।
ভোটদানের এতদিন পর তথ্য প্রকাশ, তাও অসম্পূর্ণ। অতীতে কখনও হয়নি। বিস্তারিত তথ্য চেয়ে প্রথমে কমিশনে চিঠি দেন তৃণমূলের (TMC) রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। আসন ধরে ধরে ভোটদানের হার প্রকাশের পাশাপাশি কত সংখ্যক ভোটার মতপ্রকাশ করেছেন তাও প্রকাশ করার দাবি জানান তিনি। তার পরেও কমিশনের তরফে সাড়া না মেলায় মঙ্গলবার ডেরেক এক্স হ্যান্ডেলে কটাক্ষ করে লেখেন, ‘কমিশন পক্ষপাতদুষ্ট আম্পায়ার’-এর মতো আচরণ করছে।
অন্যদিকে, ইন্ডিয়া জোটের নেতৃত্বকে দেওয়া খাড়গের (Mallikarjun Kharge) চিঠিতে লেখা হয়, কমিশন কেন তথ্য প্রকাশে দেরি করছে। দেরি হওয়ার কারণও উল্লেখ করেনি। প্রথম দফার দু’সপ্তাহ পরেও বুথভিত্তিক তথ্য দিতে ব্যর্থ কমিশন। সেই সঙ্গে ৬ শতাংশ ভোটদান বেড়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ করেন তিনি।
সূত্রের খবর, নির্বাচনের মাঝেই কমিশনের ওপর চাপ তৈরির কৌশল নিচ্ছে ইন্ডিয়া (INDIA) জোটের নেতৃত্ব। কৌশল ঠিক করতে কয়েকদিনের মধ্যেই নিজেদের মধ্যে কথা বলতে পারেন তাঁরা। যেহেতু জোট শরিক নেতৃত্ব নির্বাচনের কাজে ব্যস্ত তাই ভার্চুয়ালি কথা হতে পারে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.