Advertisement
Advertisement
Rahul Gandhi

লোকসভার বিরোধী দলনেতা পদে রাহুলকে চাইছে দল! রাজি হবেন সোনিয়াতনয়?

রাহুল বিরোধী দলনেতা হলে কংগ্রেসের সুবিধা হবে, সেটা যেমন ঠিক, তেমনই পালটা যুক্তিও আছে।

Lok Sabha 2024: Congress wants Rahul Gandhi to be LoP
Published by: Subhajit Mandal
  • Posted:June 6, 2024 8:56 am
  • Updated:June 6, 2024 9:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী লোকসভায় বিরোধী দলনেতার পদে বসুন রাহুল গান্ধী। চাইছে কংগ্রেসের একাংশ। সূত্রের খবর, বিরোধী দলনেতা পদে বসার জন্য রাহুলকে অনুরোধ করবেন কংগ্রেস সাংসদদের একাংশ। তাঁরা চাইছেন, সংসদের ভিতরে এবং বাইরে নরেন্দ্র মোদির সঙ্গে সম্মুখসমরে নেমে পড়ুন রাহুল।

১০ বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদ পাচ্ছে কংগ্রেস (Congress)। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সাংসদ প্রয়োজন পড়ে।  ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। এবার পরিস্থিতি অন্য। এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সাংসদ। সঙ্গে রয়েছে ইন্ডিয়া (INDIA) জোটের শরিকদের সমর্থন। ফলে কংগ্রেসের হাতে সরকারকে কোণঠাসা করার ভালো সুযোগ রয়েছে। সেক্ষেত্রে রাহুল বিরোধী দলনেতা হলে লড়াইটা জোরাল হবে বলে মনে করছেন সাংসদদের একাংশ।

Advertisement

[আরও পড়ুন: বাংলায় বিজেপি রুখে দিল্লিতে অভিনন্দিত ‘সেনাপতি’ অভিষেক]

রাহুল গান্ধী (Rahul Gandhi) বিরোধী দলনেতা হলে কংগ্রেসের তরফে আরও একটা বার্তা দেওয়া যাবে বলে মনে করছে দল। কী সেই বার্তা? কংগ্রেস মনে করছে, রাহুল বিরোধী দলনেতা হলে শরিকদের কাছেও স্পষ্ট হয়ে যাবে আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার প্রথম দাবিদার তিনিই। তাছাড়া সম্মানের নিরিখে বিরোধী দলনেতার পদ ক্যাবিনেট মন্ত্রীর সমান। তাছাড়া ইডি-সিবিআই-ভিজিল্যান্স কর্তাদের নিয়োগ করার ক্ষেত্রেও হাত থাকে তাঁর। রাহুল ওই পদে বসলে তাঁর নিজের গুরুত্ব আরও বাড়বে জাতীয় রাজনীতিতে। এখন প্রশ্ন হল, প্রাক্তন কংগ্রেস সভাপতি ওই পদ নিতে রাজি হবেন কি?

[আরও পড়ুন: সরকার গড়ছে না ইন্ডিয়া! জোটের বৈঠক শেষে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা খাড়গের

বস্তুত রাহুল বিরোধী দলনেতা হলে কংগ্রেসের সুবিধা হবে, সেটা যেমন ঠিক, তেমনই পালটা যুক্তিও আছে। বিরোধী দলনেতা হলে রাহুলকে আটকে থাকতে হবে সংসদেই। মাঠে নেমে সংগঠনের ভোল বদলানোর যে চেষ্টা তিনি করছেন, বা ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) মাধ্যমে জনসংযোগের যে চেষ্টা করছেন, সেটা বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদে থেকে করা মুশকিল। আবার সোনিয়া গান্ধী (Sonia Gandhi) ইতিমধ্যেই কংগ্রেসের সংসদীয় দলের নেত্রীর পদে রয়েছেন। রাহুল যদি লোকসভার নেতা হয়ে যান, তাহলে ফের পরিবারতন্ত্রের অভিযোগে সরব হওয়ার সুযোগ পাবে বিজেপি (BJP)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement