Advertisement
Advertisement

Breaking News

Sanjay Nirupam

‘কংগ্রেস দলটা ভেঙে পড়েছে’, বহিষ্কৃত হয়েই খোঁচা সঞ্জয় নিরুপমের, বিজেপিতে যোগ?

বর্তমান ভারতে সোনা, মেয়েদের বয়স আর মোদির জনপ্রিয়তা বাড়ছে, মন্তব্য প্রাক্তন কংগ্রেস নেতার।

Lok Sabha 2024: Congress is a collapsed party Sanjay Nirupam hits out after expulsion
Published by: Kishore Ghosh
  • Posted:April 4, 2024 4:04 pm
  • Updated:April 4, 2024 4:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাঘুষো পদ্মশিবিরেই যোগ দেবেন। যদিও এখনও দেননি। তবে তার আগেই ‘বোধদয়’ হয়েছে নেতার। দল থেকে বহিষ্কৃত সঞ্জয় নিরুপম সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেস দলটা ক্রমশ ভেঙে পড়ছে’। বুধবার শৃ্ঙ্খলাভঙ্গের অভিযোগে সঞ্জয়কে ছয় বছরের জন্য বহিষ্কার করেছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। যদিও তাঁর দাবি, তিনি দল ছাড়ার পর নাটকীয়ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সব মিলিয়ে শিবাজি মহারাজের দেশ মহারাষ্ট্রে মহানাটক জমে উঠেছে।

বুধবার খবর ছিল, জোটসঙ্গী শিব সেনা (Shiv Sena) তথা উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মারাঠাভূমের পরিচিত ডানপন্থী মুখ সঞ্জয়কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নেতৃত্ব। এই বিষয়ে লিখিত অভিযোগ পাঠানো হয়েছিল শীর্ষ নেতৃত্বের টেবিলে। তার পরেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় বছরের জন্য বহিষ্কার করা হয়েছে নেতাকে। যদিও বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল সঞ্জয় জানান, আগেই পদত্যাগ করেন তিনি। পদত্যাপত্রের স্ক্রিনশটও শেয়ার করেন। এইসঙ্গে তুলোধোনা করেন পুরনো দলের শীর্ষ নেতৃত্বকে।

Advertisement

 

[আরও পড়ুন: ১৬ ফুট গভীর কুয়োতে ২ বছরের শিশু, আঠারো ঘণ্টায় পাতালপ্রবেশ উদ্ধারকারী দলের, তার পর?

সঞ্জয়ের বক্তব্য, ‘কাঠামোগত দিক থেকে কংগ্রেস দলটা ভেঙে পড়েছে। একসময় একটিমাত্র ক্ষমতার কেন্দ্র ছিল। এখন পাঁচটি। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং কেসি বেনুগোপাল। প্রত্যেক লবি একে অপরের বিরুদ্ধে তাদের শক্তি প্রয়োগ করে চলেছে।” এর পরই দাবি করেন, ‘কংগ্রেস বর্তমানে একটি ক্ষয়িষ্ণু দল।’ যেটি ক্রমশ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সঞ্জয় কি বিজেপিতে যোগ দেবেন? সরাসরি এই প্রশ্নের এই উত্তর না দিলেও মোদির প্রশংসায় পঞ্চমুখ বহিষ্কৃত কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘বর্তমান ভারতে সোনা, মেয়েদের বয়স আর মোদির জনপ্রিয়তা বাড়ছে।’

প্রসঙ্গত, সংসদের উভয় কক্ষের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে অভিযোগ, উদ্ধবের শিব সেনা মহারাষ্ট্রে লোকসভা আসনগুলিতে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই আক্রমণ শুরু করেছেন তিনি। ঝামেলার কারণ উত্তর-পশ্চিম মুম্বই আসনটি। নিরুপম ওই আসনে লড়তে চান। যদিও ঠাকরে শিবির আগেই অমল কীর্তিকারকে উত্তর-পশ্চিম মুম্বইয়ের প্রার্থী ঘোষণা করে দিয়েছে।

 

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের এজলাসে হুইস্কি নিয়ে আলোচনা! প্রবীণ আইনজীবীর সঙ্গে রসিকতা প্রধান বিচারপতির

উল্লেখ্য, অমলের বাবা গজানন কীর্তিকারের কাছে ২০১৯ সালে হেরেছিলেন নিরুপম। বর্তমানে গজানন শিণ্ডে শিবিরের সদস্য। ইতিমধ্যে তিনি জানিয়েছেন, ছেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এর ফলে ভোটের আগেই ওই আসনে জয়ের গন্ধ পাচ্ছে উদ্ধব শিবির। এর মধ্যেই জোটসঙ্গীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন নিরুপম। কংগ্রেস নেতা বলেছেন, উদ্ধবের চাপকে একেবারেই পাত্তা দেওয়া উচিত নয় কংগ্রেসের। কারণ কংগ্রেসের সাহায্য ছাড়া একটি আসনেও জয় পাবে না ওরা। শিব সেনার জন্য মুম্বই শহরের আসনগুলিতে দলের ক্ষতি হবে বলেও দাবি করেছেন তিনি। এই বক্তব্যের কারণেই বহিষ্কার করা হয়েছে সঞ্জয়কে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement