ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরিবদের খাবার কেড়ে নিয়ে জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায় কংগ্রেস। লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) প্রচারে রাজস্থানে গিয়ে এই কথা বললেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কথায়, গত দশ বছরে দেশজুড়ে বন্ধ হয়েছে জঙ্গি কার্যকলাপ। সেই সঙ্গে বিনামূল্যে রেশনের ব্যবস্থাও করেছে মোদি সরকার।
রাজস্থানে (Rajasthan) বিজেপির (BJP) তারকা প্রচারকদের তালিকায় রয়েছে যোগীর নাম। রবিবার রাজস্থানের দৌসায় নির্বাচনী প্রচারে গিয়ে মোদি সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। যোগীর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নতুন ভারতের উদয় দেখতে পেরেছি। আমরা সত্যিই ভাগ্যবান। গত ১০ বছরে দেশের সীমানা সুরক্ষিত হয়েছে। যেসমস্ত দেশ জঙ্গিদের আশ্রয় দেয় তারা এখন ভারতের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। কারণ নকশালবাদ, সন্ত্রাসবাদ আর কাশ্মীরের পাথরবৃষ্টি বন্ধ করেছে সরকার।”
আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই প্রথমবার রাজ্যের বাইরে জনসভা করেছেন যোগী। সেখান থেকেই কংগ্রেসকে তোপ দাগেন। সাফ বলেন, “নেতা বা নীতি- কোনওটাই ছিল না কংগ্রেসের। দেশের বৃহত্তম সমস্যা হল কংগ্রেস (Congress) পার্টি। তাদের সরকার থাকাকালীন একটাই কাজ ঠিকভাবে হয়েছে- সেটা হল দরিদ্রদের অধিকার হরণ করা।” রামমন্দির প্রতিষ্ঠার বিরোধিতা করেছে কংগ্রেস, এমনটাই দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর।
এখানেই শেষ নয়, কংগ্রেসকে জঙ্গিদের ‘বন্ধু’ বলেও তোপ দাগেন যোগী। জনসভায় বলেন, “দরিদ্রদের অভুক্ত রেখে জঙ্গিদের বিরিয়ানি খাওয়ায় কংগ্রেস। কিন্তু দেশের ৮০ কোটি মানুষের জন্য জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চার বছর ধরে চলছে বিনামূল্যে রেশন পরিষেবা। স্বাস্থ্য বিমা পাচ্ছেন ৬০ কোটি মানুষ।” মোদি সরকারের আরও প্রকল্পের কথা তুলে ধরে যোগীর দাবি, দেশজুড়ে এখন একটাই কথা, ফির এক বার মোদি সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.