সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর এবার মল্লিকার্জুন খাড়গে। বিরোধী শিবিরের আরও এক শীর্ষ নেতার চপারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ কংগ্রেসের।
হাত শিবিরের দাবি, শনিবার বিহারের সমস্তিপুরে কংগ্রেস সভাপতির চপারে তল্লাশি চালানো হয়েছে। শনিবার সেরাজ্যে মুজফফরপুর এবং সমস্তিপুরে একাধিক সভা করেছেন খাড়গে। দুই সভার মাঝেই তল্লাশি চালানো হয়েছে। চপারে উঠে কমিশনের (Election Commission) আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন। যদিও খাড়গের চপার থেকে প্রত্যাশিতভাবেই আপত্তিকর কিছু পাওয়া যায়নি।
বিহার কংগ্রেসের (Congress) প্রধান মুখপাত্র রাজেশ রাঠৌরের দাবি, সমস্তিপুরে খাড়গের হেলিকপ্টারে তল্লাশি চালানোর জন্য হাজির ছিলেন খোদ বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক। তাঁর প্রশ্ন, “শাসকদলের নেতারা ইচ্ছামতো বিনা বাধায় ঘুরে বেড়াচ্ছেন। অথচ বিরোধীদের প্রথম সারির নেতাদের চপারে তল্লাশি চালানো হচ্ছে। নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে হবে, এই ধরনের তল্লাশি শাসক শিবিরের নেতাদের উপরও চালানো হবে তো। কমিশনের উচিত কার কার চপারে তল্লাশি চালানো হয়েছে, সেটা প্রকাশ্যে আনা।”
এর আগে কেরল এবং তামিলনাড়ুতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) কপ্টারে তল্লাশি চালিয়েছিল নির্বাচন কমিশন। বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারেও তল্লাশি চালানো হয়। যা নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। খাড়গের চপারে তল্লাশি নিয়েও প্রতিবাদ শুরু করল কংগ্রেস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.