ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরল ঘটনা হলেও সত্যি। সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধানমন্ত্রী মনোমোহন সিংয়ের ভূয়সী প্রশংসা করল কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার। দেশের অর্থনীতির উদারীকরণে মনোমোহনের ভূমিকা যে অনস্বীকার্য, সেটা মেনে নিল কেন্দ্র। একই সঙ্গে প্রশংসিত হলেন আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও-ও।
শিল্প নিয়ন্ত্রক বিল সংক্রান্ত এক মামলায় কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহেতা শীর্ষ আদালতে বললেন, ১৯৯১ সালে ভারতের অর্থনীতির উদারীকরণ, ‘লাইসেন্স রাজ’ শেষ করার ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং তৎকালীন অর্থমন্ত্রী মনোমোহন সিংয়ের (Manmohon Singh) ভূমিকা অনস্বীকার্য। মনমোহন এবং নরসিমা রাও কোম্পানি আইন, ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্টের মতো বহু আইন সংশোধন করেছেন। যার প্রভাব বর্তমান অর্থনীতিতে রয়েছে।
আসলে সুপ্রিম কোর্ট (Supreme Court) কেন্দ্রকে প্রশ্ন করেছিল ১৯৫১ সালের শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন আজও সংশোধন হয়নি কেন? এই মান্ধাতার আমলের আইনের জন্য বহু শিল্পের নিয়ন্ত্রণ এখনও কেন্দ্রের হাতে রয়ে গিয়েছে। এর জবাব দিতে গিয়েই মনোমোহন প্রসঙ্গ টানেন মোদি সরকারের সলিসিটর জেনারেল। তুষার মেহেতা বলেন, “নরসিমা রাও-মনোমোহন সিং এবং পরবর্তী ৩ দশকে যে সরকারগুলি এসেছে তারা লাইসেন্স রাজ খতম করতে অনেক আইন সংশোধন করেছেন। কিন্তু শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন বদলানোর কথা কেউ ভাবেননি। আসলে এই আইনের মাধ্যমে এখনও কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্র নিজের নিয়ন্ত্রণ রাখতে চায়। যাতে কোভিডের মতো বিপদের সময় ওই শিল্পক্ষেত্রগুলি ব্যবহার করা যায়।”
প্রসঙ্গ যাই হোক, লোকসভা ভোটের (Lok Sabha 2024) দুদিন আগে মোদি সরকারের মনোমোহন স্তুতি বেশ তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী থাকাকালীনই মনোমোহন সিং এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, “ইতিহাস আমার প্রতি অনেক সহৃদয় হবে।” সেটাই সম্ভবত ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.