Advertisement
Advertisement
Lok Sabha 2024

ভোটপ্রচারে শিশুদের ব্যবহার, অমিত শাহর বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের

বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুলিশেও।

Lok Sabha 2024: Case against Amit Shah for poll code violation
Published by: Subhajit Mandal
  • Posted:May 4, 2024 4:18 pm
  • Updated:May 4, 2024 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে। নির্বাচন কমিশনে নালিশ করে এল কংগ্রেস (Congress)। অভিযোগ, ভোটপ্রচারে নজর কাড়তে শিশুদের ব্যবহার করেছেন অমিত শাহ। হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবী লতার হয়ে প্রচারে গিয়েছিলেন শাহ।

গত ১মে হায়দাবাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সভায় শিশুদের দেখা যায়। শুধু তা-ই নয়, সমাবেশ চলাকালীন এক শিশুর হাতে বিজেপির প্রতীকযুক্ত পতাকাও ছিল, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ কংগ্রেসের। তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি নিরঞ্জন রেড্ডি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করে শাহের শাস্তি দাবি করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ছিলেন ডাক্তার, হয়ে গেলেন দুধ বিক্রেতা! সিদুঁরদানের আগেই মুখোশ খুলল ‘গুণধরে’র, তার পর…]

তেলেঙ্গানা কংগ্রেসের ওই শীর্ষনেতার দাবি, এভাবে ভোট প্রচারে শিশুদের ব্যবহার নির্বাচনী বিধি লঙ্ঘনের শামিল। শাহের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা উচিত। হায়দরাবাদ পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন নিরঞ্জন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। তবে হায়দরাবাদ পুলিশের করা সেই এফআইআরে অমিত শাহর নাম নেই। স্থানীয় কয়েকজন বিজেপি নেতার নাম রয়েছে।

[আরও পড়ুন: ন’ঘণ্টা অপেক্ষার পরও ট্রেনের দেখা নাই, কলকাতা-হাওড়া স্টেশনে বিক্ষোভ]

এর আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে কংগ্রেস (Congress)। মোদির বিরুদ্ধে অভিযোগ আরও বিস্ফোরক। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে। তাতেও এখনও কোনও ব্যবস্থা নিতে পারেনি কমিশন। দায়িত্ব সেরেছে বিজেপিকে সামান্য নোটিস পাঠিয়েই। এবার দেখার শাহের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় কিনা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement