Advertisement
Advertisement
Lok Sabha 2024

মহারাষ্ট্রে ৯, পাঞ্জাবে ৬, ডায়মন্ড হারবারের মতো বহু ‘গুরুত্বপূর্ণ’ কেন্দ্রেই এখনও প্রার্থীহীন NDA

বিজেপি বলছে, অনেক আসনেই এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, কারণ এই আসনগুলিতে বিরোধী পক্ষের কৌশলের জন্য অপেক্ষা করছে গেরুয়া শিবির।

Lok Sabha 2024: BJP yet to announce names for many Lok Sabha seats

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:April 13, 2024 3:50 pm
  • Updated:April 13, 2024 6:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪০০ আসন দখলের হুঙ্কার। নিজেদের বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলে দাবি। অথচ লোকসভা ভোটের মাত্র কয়েকদিন আগেও দেশের সব আসনে প্রার্থী পর্যন্ত ঘোষণা করতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বহু গুরুত্বপূর্ণ আসনও রয়েছে। যেমন রয়েছে বাংলার ডায়মন্ড হারবার তেমনই রয়েছে উত্তরপ্রদেশের রায়বরেলি, মুম্বইয়ের কয়েকটি আসন।

Lok Sabha 2024: BJP yet to announce names for many Lok Sabha seats

Advertisement

এনডিএ-তে বিজেপি ছাড়াও গোটা পঁচিশেক দল রয়েছে। অধিকাংশই ছোট ছোট। দেশের ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি একাই প্রার্থী দেবে ৪৪৫টিতে। বাকিগুলিতে প্রার্থী দেবে এনডিএ শরিকেরা। এখনও পর্যন্ত এনডিএ প্রার্থী দিতে পারেনি ২৬ আসনে। এমন আসনের সংখ্যা সব চেয়ে বেশি মহারাষ্ট্রে। ন’টি আসনের মধ্যে বিজেপির ছ’টি প্রার্থী দেওয়ার কথা বিজেপির। পাঞ্জাবের ৭ আসনে এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি গেরুয়া শিবির। উত্তরপ্রদেশেও পাঁচটি প্রার্থীহীন আসনের মধ্যে বিজেপির তিনটি। লাদাখের লাদাখ আসন এবং কাশ্মীরের ৩ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি বা জোটসঙ্গীরা। বাংলার ডায়মন্ড হারবারেও এখনও প্রার্থী দিতে পারেনি।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলা: জ্যোতিপ্রিয়-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির]

যেসব আসনে প্রার্থীহীন গেরুয়া শিবির:
১। জম্মু ও কাশ্মীর
বারামুলা
শ্রীনগর
অনন্তনাগ-রাজৌরি
২। লাদাখ
লাদাখ
৩। পাঞ্জাব
খাদুর সাহিব
হোসিয়ারপুর
আনন্দপুর সাহিব
ফতেগড় সাহিব
ফিরোজপুর
ভাতিন্ডা
সাংরুর
৪। মহারাষ্ট্র
ওরঙ্গাবাদ
নাসিক
পালঘর
থানে
উত্তর পশ্চিম মুম্বই
উত্তর মধ্য মুম্বই
দক্ষিণ মুম্বই
সাতারা
রত্নগিরি-সিন্ধুদুর্গ
৫। উত্তরপ্রদেশ
রাজবরেলি
কেসরগঞ্জ
দেওরিয়া
মির্জাপুর
রোবার্সগঞ্জ
৬। পশ্চিমবঙ্গ
ডায়মন্ড হারবার

[আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের কী বার্তা বিদেশমন্ত্রকের?]

যদিও বিজেপি বলছে, এমন নয় যে এই আসনগুলিতে বিজেপি প্রার্থী পাচ্ছে না। বহু আসনেই একাধিক প্রার্থী হওয়ার দাবিদার রয়েছে। সেকারণে সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। কোনও কোনও ক্ষেত্রে আবার জোটশরিকদের সঙ্গে সমঝোতা নিয়ে টানাপোড়েন আছে। তবে অনেক আসনেই এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি, কারণ এই আসনগুলিতে বিরোধী পক্ষের কৌশলের জন্য অপেক্ষা করছে গেরুয়া শিবির।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement