Advertisement
Advertisement
Lok Sabha 2024

ভোটের মুখে ফের ধাক্কা বিজেপির, দলত্যাগ মধ্যপ্রদেশের সাংসদের, যোগ দিতে পারেন কংগ্রেসে

গত এক সপ্তাহে কংগ্রেসে নাম লিখিয়েছেন ২ বিজেপি সাংসদ ও এক প্রাক্তন সাংসদ।

Lok Sabha 2024: BJP Rajya Sabha MP Ajay Pratap Singh quits party
Published by: Subhajit Mandal
  • Posted:March 16, 2024 3:07 pm
  • Updated:March 16, 2024 4:46 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট ঘোষণার দিনই মধ্যপ্রদেশে অস্বস্তিতে বিজেপি। দল ছাড়লেন রাজ্যসভার সাংসদ অজয় প্রতাপ সিং (Ajay Pratap Singh)। শোনা যাচ্ছে, শীঘ্রই কংগ্রেসের হাত ধরতে পারেন তিনি।

শনিবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ত্যাগ করেছেন তিনি। তবে ঠিক কেন ইস্তফা স্পষ্ট করেননি। আসলে অজয় সিং দলে ক্রমশ কোণঠাসা হচ্ছিলেন। গতমাসে রাজ্যসভা নির্বাচনে দল তাঁকে পুনর্নির্বাচিত করেনি। অজয় আশা করেছিলেন মধ্যপ্রদেশের সিধি লোকসভা কেন্দ্রে দল তাঁকে টিকিট দেবে। কিন্তু সেখানে রীতি পাঠককে সরিয়ে নতুন মুখ রাজেশ মিশ্রকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। সেই ক্ষোভেই সম্ভবত দল ছাড়লেন অজয়।

Advertisement

[আরও পড়ুন: ‘বিরোধীরা মুখ লুকনোর জায়গা পাবে না’, ইলেক্টোরাল বন্ড ইস্যুতে সাফাই শাহের]

গত এক সপ্তাহে বিজেপি থেকে কংগ্রেসে যোগ দিয়েছেন দুই সাংসদ। একজন রাজস্থানের চুরুর সাংসদ রাহুল কাসওয়ান। আরেকজন হরিয়ানার হিসারের সাংসদ ব্রিজেন্দ্র সিংহ। হরিয়ানার আরও এক বড় নেতা বিজেপি থেকে কংগ্রেসে (Congress) ফিরতে পারেন বলে খবর। এর বাইরে তেলঙ্গানার মেহবুবনগরের প্রাক্তন বিজেপি সাংসদ জিতেন্দ্র রেড্ডিও কংগ্রেসে যোগ দিয়েছেন। অন্য দল থেকে কংগ্রেসে যোগদানকারী সাংসদদের তালিকায় এবার যোগ হতে পারে অজয় প্রতাপ সিংয়ের নামও।

[আরও পড়ুন: আবগারি মামলায় আদালতে হাজিরা দিতেই স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কেজরিওয়াল]

অজয় এখনও কংগ্রেসে যোগের সিদ্ধান্ত ঘোষণা না করলেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, তিনি হাত শিবিরেই নাম লেখাবেন। যদিও তাঁর পছন্দের সিধি আসনে কংগ্রেস ইতিমধ্যেই দলের ওয়ার্কিং কমিটির সদস্য কমলেশ্বর প্যাটেলকে প্রার্থী করেছে। অজয়ের আগমনে সেই প্রার্থী বদল হয়, নাকি তাঁকে অন্য কোনও কেন্দ্রে প্রার্থী করা হয়, সেটাই দেখার।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement