Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

বাবাকে টিকিট দেয়নি বিজেপি, কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে

দাদু কিছুদিন আগে পর্যন্ত ছিলেন তৃণমূলে। বাবা টিকিট না পেলেও এখনও বিজেপিতে। ছেলে এবার যোগ দিলেন কংগ্রেসে!

Lok Sabha 2024: BJP MP Jayant Sinha's son Aashir joins Congress in Jharkhand

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 15, 2024 2:47 pm
  • Updated:May 15, 2024 4:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদু কিছুদিন আগে পর্যন্ত ছিলেন তৃণমূলে। বাবা টিকিট না পেলেও এখনও বিজেপিতে। ছেলে এবার যোগ দিলেন কংগ্রেসে! কথা হচ্ছে হাজারিবাগের সিনহা পরিবারের। যশবন্ত সিনহা দিন কয়েক আগে পর্যন্ত সরকারিভাবে তৃণমূলে (TMC) ছিলেন। আপাতত তিনি রাজনীতি থেকে দূরে। জয়ন্ত সিনহা বিজেপির মন্ত্রী ছিলেন। দল তাঁকে টিকিট দেয়নি। জয়ন্ত সিন্‌হার পুত্র আশির মঙ্গলবার যোগ দিয়েছেন কংগ্রেসে।

জয়ন্ত সিনহা (Jayant Sinha) এবার লোকসভা ভোটের আগে নিজেই জানিয়ে দেন, তিনি ভোটে দাঁড়াতে চান না। একটা সময় বিজেপি নেতৃত্বের সুনজরে ছিলেন তিনি। ২০১৪ সালের পর তাঁকে অর্থদপ্তরের প্রতিমন্ত্রীও করেন প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর বাবা যশবন্ত সিনহা বিরোধী শিবির যোগ দেওয়ার পর থেকেই দলে কোণঠাসা হচ্ছিলেন। তাছাড়া বিজেপি (BJP) এবার লোকসভা নির্বাচনের আগে নিজেদের যে সমীক্ষা করেছে, সেটাতেও খুব একটা সুবিধাজনক জায়গায় ছিলেন না জয়ন্ত সিনহা। দল টিকিট দেবে না বুঝেই নিজেকে লড়াই থেকে সরিয়ে নেন জয়ন্ত।

Advertisement

[আরও পড়ুন: ‘ফিরবে অধিকৃত কাশ্মীর, তৈরি হবে আরও মন্দির’, প্রচারে ৪০০ আসন চেয়ে দাবি হিমন্তের]

সেই জয়ন্তর ছেলে মঙ্গলবার হাজারিবাগে কংগ্রেসের (Congress) সভায় গিয়ে হাত শিবিরে যোগ দিলেন। আগামী ২০ মে পঞ্চম দফায় হাজারিবাগ লোকসভা আসনে ভোট। আশির সেখানকার কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ ভাই প্যাটেলের প্রতি সমর্থনের কথা ঘোষণা করেছেন। ২০১৯ সালে এই হাজারিবাগ থেকেই জিতেছিলেন জয়ন্ত সিনহা। তাঁর ছেলেই কিনা কংগ্রেসের সভায়। যা কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ প্যাটেলের পালে হাওয়া তুলবেই। কারণ হাজারিবাগে সিনহা পরিবারের একটা ভালো প্রভাব রয়েছে।

[আরও পড়ুন: আজ রাতেই দেশে ফিরছেন প্রজ্জ্বল রেভান্না! বিমানের টিকিট ঘিরে তুঙ্গে জল্পনা]

যদিও আশির কংগ্রেসের সভায় যোগ দেওয়ার পরই জয়ন্ত সিনহার তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁর ছেলে কংগ্রেসে যোগ দেননি। ওই সভায় তিনি হাজির ছিলেন দাদু যশবন্ত সিনহার প্রতিনিধি হিসাবে। কংগ্রেসের ওই সভায় যশবন্তকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু প্রচণ্ড গরম এবং শারীরিক অসুস্থতার জন্য তিনি যেতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসাবেই আশির সিনহা কংগ্রেসের ওই সভায় যান। তবে হাজারিবাগে গুঞ্জন, গোটা সিনহা পরিবারই তলায় তলায় এবার বিরোধীদের সাহায্য করছে। যা চাপে ফেলবে বিজেপিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement