সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে শাসক শিবিরে বড়সড় সংশয়। তারকা প্রচারকের তালিকা নিয়ে শাসক জোটের তিন শরিকের মধ্যে রীতিমতো ধন্দ তৈরি হয়ে গিয়েছে। প্রথমে বিজেপি (BJP) নিজেদের তারকা প্রচারকের তালিকায় নাম পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। পরে কমিশনের আপত্তিতে সেই নাম বাদ দিতে হল।
সম্প্রতি লোকসভা নির্বাচনের জন্য মহারাষ্ট্রের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছিল বিজেপি এবং শিব সেনার শিণ্ডে গোষ্ঠী। শিব সেনার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের। আবার বিজেপির তারকা প্রচারকের তালিকায় নাম ছিল মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde) এবং উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের।
কিন্তু এক দলের তারকা প্রচারকের তালিকায় অন্য দলের নেতাদের নাম থাকা নিয়ে কমিশনে প্রবল আপত্তি জানায় এনসিপির পওয়ার শিবির। শরদ পওয়াররা (Sharad Pawar) অভিযোগপত্রে দাবি করেন, অন্য দলের নেতাদের তারকা প্রচারকের তালিকায় রেখে জনপ্রতিনিধিত্ব আইনের ৭৭ নম্বর ধারা লঙ্ঘন করেছে বিজেপি এবং শিব সেনার শিন্ডে গোষ্ঠী। ওই ধারায় বলা হয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর নিজের দল ছাড়া অন্য দলের হয়ে ভোটে প্রচার করতে পারবেন না। পওয়ারদের সেই অভিযোগে মান্যতা দিয়ে কমিশন শিণ্ডে এবং বিজেপিকে জানিয়ে দিয়েছে, তারকা প্রচারকদের তালিকায় অন্য দলের কারও নাম রাখা যাবে না।
কমিশনের চিঠির পরই বিজেপি এবং শিণ্ডে সেনাকে তারকা প্রচারকের তালিকা বদলাতে হয়। বিজেপি (BJP) বাদ দেয় শিণ্ডে এবং অজিত পওয়ারকে (Ajit Pawar)। আবার শিণ্ডেকে বাদ দিতে হয় মোদি-অমিত শাহদের নাম। ফলে জোটের অন্দরে প্রশ্ন, শরিকদের প্রার্থীর হয়ে আদৌ প্রচার করবেন তো হেভিওয়েটরা? না করলে সব প্রার্থীদের জেতানো যাবে তো?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.