Advertisement
Advertisement
Lok Sabha 2024

কথা দিয়েছিলেন মোদি, অথচ বিজেপির ইস্তেহারে নেই ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানোর প্রতিশ্রুতি

বিজেপির ইস্তেহারে সেভাবে আলাদা করে বাংলার জন্য কোনও প্রতিশ্রুতি নেই।

Lok Sabha 2024: BJP did not mention anything about ED returning money to Bengal

ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:April 14, 2024 3:45 pm
  • Updated:April 14, 2024 3:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় একাধিক দুর্নীতি কাণ্ডে যে অর্থ উদ্ধার করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED), সাধারণ মানুষের মধ্যে তা বিলিয়ে দেওয়া হবে। নিজের মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃষ্ণনগরের বিজেপি (BJP) প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের (Amrita Roy) সঙ্গে ফোনে আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেছিলেন।

কিন্তু বিজেপির ইস্তেহারে এই ধরনের কোনও প্রতিশ্রুতির উল্লেখ নেই। রবিবার ইস্তেহার প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিজেপি দুর্নীতি রুখতে কড়া অবস্থান নেবে। দুর্নীতিবাজরা জেলে যাবে। কিন্তু দুর্নীতিবাজদের কাছ থেকে উদ্ধার হওয়া টাকা যে ভুক্তভোগীদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, তেমন উল্লেখ নেই।

Advertisement

[আরও পড়ুন: ইজরায়েলে হামলা ইরানের, আপৎকালীন বৈঠক ডাকল রাষ্ট্রসংঘ! ফোনে কথা নেতানিয়াহু-বাইডেনের]

গত ২৭ মার্চ অমৃতা রায়ের সঙ্গে কথা বলার সময় মোদি জানান, বাংলায় বিবিধ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সাড়ে ৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সেই অর্থ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, “কেউ স্কুল শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছেন, কেউ ক্লার্ক হওয়ার জন্য টাকা দিয়েছেন। আমি আইনি পরামর্শ নিচ্ছি। বাংলায় ইডির লোকেরা প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। এই টাকা গরিব মানুষের টাকা।” কিন্তু মোদির কোনও আইনি পরামর্শ নেওয়ার উল্লেখও নেই বিজেপির ইস্তেহারে।

[আরও পড়ুন: প্রাণনাশের হুমকির মাঝেই ফের নিশানায় সলমন! ভাইজানের বাড়ির সামনে চলল গুলি]

বস্তুত, বাংলা নববর্ষের দিন ইস্তেহার প্রকাশ করে বাংলার আবেগ ধরার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু ইস্তেহারে সেভাবে আলাদা করে বাংলার জন্য কোনও প্রতিশ্রুতি নেই। বিজেপির কেন্দ্রীয় নেতাদের যুক্তি, ইস্তেহারে আলাদা আলাদা রাজ্যের জন্য নির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয় না। তবে সার্বিক ভাবে গোটা পূর্ব ভারতের পরিকাঠামো উন্নয়নের কথা বলা আছে। প্রশ্ন উঠছে, আলাদা করে বাংলা নিয়ে কোনও প্রতিশ্রুতি না দেওয়া গেলেও, গরিব মানুষের টাকা ফেরানোর প্রতিশ্রুতি তো দেওয়া যেতই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement