Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

৩৫ থেকে সোজা ২৪, চার দফার নির্বাচনের পর ফের বাংলার টার্গেট কমালেন শাহ

শাহী বয়ানে প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ বাংলা থেকে সঠিক রিপোর্ট পাচ্ছেন তো? নাকি বিজেপির অন্দরেই আসন প্রাপ্তির সম্ভাবনা বা টার্গেট নিয়ে বিভ্রান্তি রয়েছে। নাকি চার দফার নির্বাচনের পর শাহ খারাপ ফলের পূর্বাভাস পেয়েই টার্গেট কমাচ্ছেন?

Lok Sabha 2024: Amit Shah says BJP to win 24-30 seats in Bengal
Published by: Subhajit Mandal
  • Posted:May 15, 2024 5:46 pm
  • Updated:May 15, 2024 6:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভায় বাংলা থেকে কত আসন পাবে বিজেপি? বিভ্রান্ত খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির ভোট ম্যানেজার অমিত শাহই(Amit Shah)। শুরুতে বাংলা থেকে ৩৫ আসন পাওয়ার টার্গেট দিয়েছিলেন তিনি। পরে সেটা কমিয়ে আনেন তিরিশে। এবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহ নিজেদের টার্গেট কমিয়ে ২৪-এ নামিয়ে আনলেন।

সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলছেন, “বাংলার মানুষের মধ্যে ক্ষোভ জমছে। মমতার সরকারকে উপড়ে ফেলে দেওয়া সময়ের অপেক্ষা। বাংলার মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেবে।” শাহকে প্রশ্ন করা হয়, বাংলায় কত আসন বিজেপি পাবে বলে আপনি মনে করেন। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এখনও নিজের বক্তব্যে অনড়। বাংলায় আমরা ২৪ থেকে ৩০টি আসন জিতব।”

Advertisement

[আরও পড়ুন: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলা গেল অন্য বেঞ্চে, কোন বিচারপতি শুনবেন আর্জি?]

গত বছর এপ্রিল মাসে সিউড়িতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) পাশে বসিয়ে প্রকাশ্য সমাবেশে বাংলা থেকে বিজেপি ৩৫ আসন পাবে বলে দাবি করেন। কিন্তু শাহর দাবি কি আদৌ বাস্তবসম্মত? সেটা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয় গেরুয়া শিবিরের অন্দরেই। অভিযোগ ওঠা শুরু করে, কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বোঝানো হচ্ছে। রাজ্য থেকে যে রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে তাতে ব্যাপক জল মেশানো। শাহও সম্ভবত সেটা বুঝতে পারেন। সেকারণেই নিজের লক্ষ্যমাত্রা কমিয়ে আনেন তিনি। এর পর সভায় সভায় ৩০ আসনের টার্গেটের কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবারও বনগাঁর সভায় দাঁড়িয়ে শাহ দাবি করেন, বাংলায় তিরিশের বেশি আসন পাবে বিজেপি। কিন্তু বুধবার ওই সাক্ষাৎকারে জোর দিয়ে ৩০ আসন জেতার কথা বলতে পারলেন না শাহ। তিনি বললেন, ২৪-৩০ আসন পাবে বিজেপি। অর্থাৎ বিজেপির সর্বনিম্ন আসনের টার্গেট কমে হয়েছে ২৪।

[আরও পড়ুন: ভোট প্রচারে বাংলাকে ‘কাংলা’ কটাক্ষ মিঠুনের, তুঙ্গে বিতর্ক, পালটা দিল তৃণমূল]

এদিনের শাহী বয়ানে প্রশ্ন উঠছে, স্বরাষ্ট্রমন্ত্রী আদৌ বাংলা থেকে সঠিক রিপোর্ট পাচ্ছেন তো? নাকি বিজেপির অন্দরেই আসন প্রাপ্তির সম্ভাবনা বা টার্গেট নিয়ে বিভ্রান্তি রয়েছে। নাকি চার দফার নির্বাচনের পর শাহ খারাপ ফলের পূর্বাভাস পেয়েই টার্গেট কমাচ্ছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement