সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিব সেনার শিন্ডে শিবিরের মতো এবার এনসিপির অজিত পওয়ার শিবিরে বড়সড় ভাঙনের আশঙ্কা। এমনকী শরদ নিজেও ভীষণ হতাশ, তাঁর এনডিএ (NDA) ছাড়া নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।
মহারাষ্ট্রে এনসিপির অজিত পওয়ার শিবির মাত্র ১টি আসন জিতেছে। অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার নিজেও বারামতি থেকে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে হেরেছেন। সূত্রের দাবি, এই ফলাফলে চূড়ান্ত হতাশ অজিত। এতটাই যে, বুধবার দিল্লিতে এনডিএ’র যে বৈঠক ছিল, তাতেও তিনি যোগ দেননি। পাঠিয়েছেন প্রফুল প্যাটেলকে। এমনকী আগামী দিনে এনডিএ-তে থাকবেন কিনা তাই নিয়েও নাকি জল্পনা শুরু হয়েছে।
আসলে লোকসভার ফলাফল প্রমাণ করে দিয়েছে অজিত পওয়ারের (Ajit Pawar) সঙ্গে বিধায়ক এবং দলের নেতারা থাকলেও সাধারণ ভোটাররা রয়েছেন শরদ পওয়ারের সঙ্গেই। শরদ শিবির এবার মহারাষ্ট্রে ৮ জন সাংসদ পেয়েছে। অন্যদিকে অজিত শিবির জিতেছে মাত্র একটি আসনে। মাস কয়েক বাদেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। লোকসভার ফলাফলে হতাশ অজিত পওয়ার শিবিরের বিধায়করাও নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছেন। সূত্রের খবর, অজিত শিবিরের একাধিক বিধায়ক ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছেন শরদের সঙ্গে।
শরদের (Sharad Pawar) নাতি রোহিত পওয়ার দাবি করছেন, শরদ শিবিরের অন্তত ১৮-১৯ জন বিধায়ক যোগাযোগ রাখছেন শরদের সঙ্গে। শরদ পওয়ার যদি তাঁদের ফেরাতে রাজি হন, তাহলে দ্রুত ওই বিধায়কদের দলে ফেরানো হবে। সূত্রের খবর, অজিত পওয়ার নিজেও ভীষণ হতাশ। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তবে এখনও কাকা অজিতের সঙ্গে যোগাযোগ করেননি তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.