Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

‘গণনায় যেন কারচুপি না হয়’, একই দাবিতে কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া-বিজেপি দুই শিবির

ইন্ডিয়া জোট এবং বিজেপির অবস্থান একই। প্রতিপক্ষ যেন ভোটগণনাকে প্রভাবিত করতে পারে।

Lok Sabha 2024: After INDIA bloc, BJP delegation meets Election Commission

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:June 2, 2024 8:58 pm
  • Updated:June 2, 2024 8:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটগণনার দুদিন আগে কার্যত একই দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ ইন্ডিয়া এবং বিজেপি (BJP) দুই শিবিরই। বিরোধীদের দাবি, নির্বাচন কমিশন সতর্ক না হলে ভোটগণনায় কারচুপি হতে পারে। আবার বিজেপি শিবিরের দাবি, কমিশনের উপর চাপ সৃষ্টি করে ভোটগণনার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে বিরোধী শিবির।

রবিবার দুপুরে একগুচ্ছ অভিযোগ নিয়ে ইন্ডিয়া (INDIA) জোটের তরফে এক প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। ওই প্রতিনিধি দলে অভিষেক মনু সিংভি, সলমন খুরশিদ, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, রামগোপাল যাদব, টি আর বালু-সহ একগুচ্ছ বিরোধী নেতা কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হন। তাঁদের দাবি, ভোটগণনা যেন পুরোপুরি নিয়ম মেনে হয়। কোনওভাবেই কোনওরকম কারচুপি না হয়।

Advertisement

[আরও পড়ুন: প্রস্তুতি ম্যাচে রোহিতকে ধরতে মাঠে ঢুকে পড়লেন ভক্ত! কী করলেন হিটম্যান?]

ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা ফিরতেই পালটা কমিশনের দ্বারস্থ হয় বিজেপি (BJP)। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে ওই প্রতিনিধি দলে ছিলেন পীযুষ গোয়েলের মতো সিনিয়র নেতারা। তাঁরা পালটা ইন্ডিয়া জোটকেই বিঁধেছেন। কমিশনে গিয়ে বিজেপির বক্তব্য, ইন্ডিয়া জোট চাপ সৃষ্টি করে গণনা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। নির্মলা সীতারমণের দাবি, “বিরোধীরা খুব পদ্ধতিগতভাবে ভোটগণনাকে প্রভাবিত করছে। ওরা প্রথমে স্বশাসিত সংস্থাকে আক্রমণ করে। গোটা প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করে। তার পর ফলাফল নিজেদের পক্ষে না গেলে ইভিএম, ভিভিপ্যাট নিয়ে সন্দেহ করা শুরু করে।”

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো ভোটের অভিযোগ, ডায়মন্ড হারবার ও মথুরাপুরের বহু বুথে পুনর্নির্বাচনের দাবি বিজেপির]

বস্তুত ইন্ডিয়া জোট এবং বিজেপির অবস্থান একই। প্রতিপক্ষ যেন ভোটগণনাকে প্রভাবিত করতে পারে। সেটা যাতে না হয়, সেজন্য কমিশনের (Election Commission) উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে দুই শিবিরই। বস্তুত দুই শিবিরই নিরপেক্ষতা নিয়ে সন্দেহপ্রকাশ করে কমিশনের উপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ