Advertisement
Advertisement

Breaking News

Lok Sabha 2024

তারকা প্রচারকের তালিকায় সুনীতা কেজরিওয়াল, থাকবেন ইন্ডিয়ার বৈঠকে, আপের শীর্ষে তিনিই?

কেজরিওয়াল জেলে থাকায় এই মুহূর্তে দিল্লিতে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি। আবার আপের অন্দরেও নেতৃত্ব সংকট।

Lok Sabha 2024: AAP names Arvind Kejriwal, wife Sunita as ‘star campaigners’

ছবি: সোশাল মিডিয়া।

Published by: Subhajit Mandal
  • Posted:April 18, 2024 2:01 pm
  • Updated:April 18, 2024 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের অনুপস্থিতিতে আম আদমি পার্টির মুখ কি তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়ালই (Sumita Kejriwal)? আপের একের পর এক পদক্ষেপে অন্তত তেমনটাই মনে হচ্ছে। তারকা প্রচারকের তালিকায় তিনি উপরের সারিতে। তিনিই নির্বাচন সংক্রান্ত কাজকর্ম দেখছেন। এমনকী ইন্ডিয়া জোটের বৈঠকেও আপেও প্রতিনিধি হিসাবে যোগ দেবেন তিনিই।

বুধবার গুজরাটের জন্য তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে AAP। সেই তালিকায় অরবিন্দ কেজরিওয়ালের পর দু’নম্বরে নাম রয়েছে সুনীতার। তার পর নাম রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াদের মতো সিনিয়র নেতাদের।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি শাসিত রাজ্যে লড়তে ভয় পাচ্ছেন রাহুল, আমেঠি নিয়ে খোঁচা দিলেন আজাদ]

শুধু তাই নয়, ঝাড়খণ্ডে ইন্ডিয়া (INDIA) জোটের যে মেগা র‍্যালি হতে চলেছে, তাতেও আপের তরফে প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকবেন সুনীতাই। তাঁর সঙ্গে থাকবেন দলের অন্য প্রতিনিধিরা। আপ সূত্র বলছে, দলের লোকসভার রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন সুনীতা। দলের সবার মধ্যে তাঁর গ্রহণযোগ্যতাও আছে। তাই কেজরির অনুপস্থিতিতে সব গুরুদায়িত্ব তাঁকেই দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: সেরেল্যাকে চিনি মেশায় নেসলে! রিপোর্ট প্রকাশ্যেই আসতেই শোরগোল]

এতদিন সক্রিয় রাজনীতি থেকে নিজের স্ত্রী ও পরিবারকে দূরেই রাখতেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বস্তুত, ভারতীয় রাজনীতিতে আপের উত্থান বিকল্প রাজনীতির স্বপ্ন দেখিয়ে। কেজরিওয়ালের (Arvind Kejriwal) মূল হাতিয়ারই ছিল পরিবারতন্ত্র এবং দুর্নীতির বিরোধিতা করা। অথচ সেই কেজরিওয়াল নিজেই এবার সেই একই অভিযোগে বিদ্ধ। সমস্যা হল, কেজরিওয়াল জেলে থাকায় এই মুহূর্তে দিল্লিতে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি। আবার আপের অন্দরেও নেতৃত্ব সংকট। এই পরস্থিতিতে সুনীতার এভাবে সক্রিয় হয়ে ওঠা ছাড়া বিশেষ বিকল্পও ছিল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement