ফাইল ফটো
উত্তরোত্তর বাড়ছে মারণ করোনা ভাইরাসের দাপট। বিশ্বে এখনও পর্যন্ত ভাইরাসের বলি ২ লক্ষ ৮২ হাজার ৭০৩ জনের। আক্রান্ত ৪১ লক্ষের বেশি। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি আমেরিকায়। সেখানে মৃতের সংখ্যা ৭৯ হাজার ৫২৬ জনের। লকডাউনের তৃতীয় পর্যায়ে গোষ্ঠী সংক্রমণের পথে হাঁটছে ভারত। COVID-19 পজিটিভ দেশের ৬৭ হাজার ১৫২ জন, মৃত্যু হয়েছে ২২০৬ জনের। রাজ্যে করোনা পজিটিভ ২০৬৩ জন, মৃতের সংখ্যা ১১৮। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.৫৫: ১৫ মে-র মধ্যে সব রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের লকডাউন সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত জানাতে হবে প্রধানমন্ত্রীকে। তারপরেই সিদ্ধান্ত হবে ১৭ মে-র পরে লকডাউনের ভবিষ্যত।
I (PM Modi) request you all to share with me by May 15, a broad strategy on how each one of you would want to deal with lockdown regime in your particular states. I want states to make a blueprint on how to deal with various nuances during&after gradual easing of lockdown: PMO pic.twitter.com/INMfiYQFev
— ANI (@ANI) May 11, 2020
রাত ১০.৩৪: এয়ার ইন্ডিয়ার ৫জন সংক্রমিত বিমান চালকের শরীরে ফের করোনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে।
All 5 Air India pilots who had tested positive for #COVID19 earlier, have now been found negative in the retest. pic.twitter.com/GpfitS8w9F
— ANI (@ANI) May 11, 2020
রাত ১০.২৩: প্রধানমন্ত্রীকে মে মাসের শেষ পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃৃদ্ধি করার অনুরোধ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তবে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেবেন বলে বৈঠকে জানান তিনি।
We will agree with whatever decision the Central Government takes on lockdown but our advice is to extend the lockdown till the end of May: Bihar Chief Minister Nitish Kumar during video conference with PM Narendra Modi today #COVID19 pic.twitter.com/1fTv4iPXig
— ANI (@ANI) May 11, 2020
রাত ১০.০০: স্বাস্থ্যকর্মীদের শরীরে মিলছে করোনার নমুনা। পশ্চিমবঙ্গের চিকিৎসক সংগঠন এই মর্মে চিঠি লেখেন মুখ্যসচিব রাজীব সিনহাকে। চিঠিতে নিজেদের উদ্বেগ প্রকাশ করেন।
WB Doctors’ Forum writes to Chief Secy, express concern over health workers testing COVID-19 positive
Read @ANI Story | https://t.co/qmXqo4hodV pic.twitter.com/xHR4i60aea
— ANI Digital (@ani_digital) May 11, 2020
রাত ৯.৩০: বন্দে ভারত মিশনের জেরে বাংলাদেশের ঢাকা থেকে মহারাষ্ট্রে ফেরানো হল ১০৭ জন ভারতীয়কে। এয়ার ইন্ডিয়ার বিমানে করে নিয়ে আসা হয় তাঁদের।
রাত ৯.০০: সোমবার পশ্চিমবঙ্গে করোনার বলি হয়েছেন আরও পাঁচজন। নতুন করে ১২৪ জনের শরীরে এই মারণ ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৬৩ জন।
রাত ৮.৪৫: পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত আরও চার বিএসএফ জওয়ান। সল্টলেকের বিএসএফ হাসপাতালেই তাঁদের চিকিৎসা হচ্ছে।
রাত ৮.২৫: গত ২৪ ঘণ্টায় গুজরাতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৪৭ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৮৫৪২। এর মধ্যে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭৮০ জন ও মৃত্যু হয়েছে ৫১৩ জনের।
In the last 24 hours, 347 new cases of #COVID19 have been reported in Gujarat. The total number of cases stands at 8542 now, including 2780 cured/discharged cases and 513 deaths: Gujarat Health Department
— ANI (@ANI) May 11, 2020
রাত ৮.১০: রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযোগের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। রেশন কার্ডের সঙ্গে আধার নম্বরের সংযোগ না হলেও এই পরিস্থিতিতে কাউকে রেশন থেকে বঞ্চিত করা যাবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
Timeline given to all States/UTs to complete the seeding of Aadhaar numbers with all ration cards/beneficiaries has been extended up to 30th September 2020: Ministry of Consumer Affairs, Food & Public Distribution (1/2) pic.twitter.com/PoJ1De1rdI
— ANI (@ANI) May 11, 2020
সন্ধে ৭.৪৫: মধ্যপ্রদেশে সোমবার নতুন করে আরও ১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর ফলে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৮৫। এর মধ্যে ১৭৪৭ জন সুস্থ হয়েছে আর মৃত্যু হয়েছে ২২১ জনের।
The number of #COVID19 cases reaches 3785 in Madhya Pradesh, with 171 new cases reported today. Out of the total cases, 1747 patients have recovered while 221 others succumbed to the infection: Madhya Pradesh Health Department pic.twitter.com/ckuZ3iJy00
— ANI (@ANI) May 11, 2020
সন্ধে ৭.২০: তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৯৮ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছল ৮০০২। এর মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ জনের। চিকিৎসাধীন রয়েছে ৫৮৯৫ জন আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ২০৫১ জন।
798 more #COVID19 cases & 6 deaths reported in Tamil Nadu today. Total number of cases in the state is now at 8002, including 5895 active cases, 2051 discharged & 53 deaths: State Health Department pic.twitter.com/Olt25Sg2uo
— ANI (@ANI) May 11, 2020
সন্ধে ৭.১২: বিধাননগর সিটি পুলিশের অন্দরমহলে হানা দিল করোনা। হাসপাতালে ভরতি করা হয়েছে বিধাননগর উত্তর থানার এক মহিলা কনস্টেবলকে। জানা গিয়েছে, ওই কনস্টেবল গত দুদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা গিয়েছিল। যে কারণে তাঁকে আইসোলেশনে রাখা হয়েছিল। এরপরই ওই কনস্টেবলের সোয়াব টেস্ট করানো হয়। তার থেকেই জানতে পারা যায় তিনি কোভিড-১৯ আক্রান্ত। সোমবার সকালে ওই মহিলা কনস্টেবলকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে।
সন্ধে ৬.৫৩: নিজের জায়গায় ফিরতে উন্মুখ বহু মানুষ। বুকিং শুরুর ১০ মিনিটের মধ্যেই শেষ হাওড়া-নিউ দিল্লি প্যাসেঞ্জার ট্রেনের টিকিট।
Howrah-New Delhi railway station 3AC tickets booked fully in less than 10 minutes: Railway official https://t.co/4vctaj08h7
— ANI (@ANI) May 11, 2020
সন্ধে ৬.৪২: ট্রেন পরিষেবা চালু করবেন না, বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে আরজি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের।
Chief Minister K Chandrashekar Rao has urged Prime Minister Narendra Modi not to resume the passenger train services, which were stopped as part of preventive measures to contain the spread of #coronavirus in the country: Telangana CM’s Office (CMO) pic.twitter.com/YkaOlx5wMn
— ANI (@ANI) May 11, 2020
সন্ধে ৬.৩৭: লকডাউন জারি রেখেও কীভাবে অর্থনীতির হাল ফেরানো সম্ভব হয়, সেই দিশার আশায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আলোচনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর।
Chief Minister said that states need to be given greater flexibility in micro-planning as part of a carefully planned exit strategy, encompassing both #COVID19 containment and a defined path of economic revival: Punjab Chief Minister’s Office https://t.co/yfXu98Zvh1
— ANI (@ANI) May 11, 2020
সন্ধে ৬.০২: ৩০টি বিশেষ ট্রেন কখন ছাড়বে এবং ঠিক কোন সময়ে গন্তব্যে পৌঁছবে, তার বিস্তারিত তালিকা প্রকাশ করল ভারতীয় রেল।
Indian Railways issues the timings of 30 special trains to be run with effect from 12th May. pic.twitter.com/fvwxMrL3P3
— ANI (@ANI) May 11, 2020
বিকেল ৫.৫৭: চেন্নাইতে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই ৩১ মে পর্যন্ত ট্রেন এবং বিমান পরিষেবা চালু করবেন না, মোদির কাছে অনুরোধ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামীর।
As positive cases in Chennai are showing an increasing trend, don’t permit train service up to May 31 in Tamil Nadu. I request you not to begin regular Air services till May 31: Tamil Nadu CM Edappadi K Palaniswami at PM Narendra Modi’s video conference meeting with CMs. #COVID19 pic.twitter.com/hlAuMXadbT
— ANI (@ANI) May 11, 2020
বিকেল ৫.৪৯: করোনা মোকাবিলায় ভাল কাজ করেছে প্রত্যেকটি রাজ্য। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমাদের দেশে গ্রামাঞ্চলগুলি সুরক্ষিত কি না, সেদিকে খেয়াল রাখতে হবে বলেই জানান মোদি।
We also have to ensure that rural India remains free from this crisis: Prime Minister Modi in the 5th video conference meeting with Chief Ministers today #COVID19 https://t.co/5Hv1XB5WSv
— ANI (@ANI) May 11, 2020
বিকেল ৫.১৫: ‘করোনা মোকাবিলায় লড়ছে বাংলা, কেন্দ্রের রাজনীতি করা অনুচিত’, মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.৫৬: যান্ত্রিক গোলযোগের জের। সোমবার বিকেল চারটের পরিবর্তে সন্ধে ৬টা থেকে শুরু হবে ট্রেনের টিকিট বুকিং, জানাল IRCTC। লকডাউনের মধ্যে প্রথম মঙ্গলবার বিকেল ৫.০৫ মিনিটে হাওড়া থেকে দিল্লির উদ্দেশে ছাড়বে ট্রেন।
Booking for train tickets to begin at 6:00 PM: Indian Railway Catering and Tourism Corporation (IRCTC) pic.twitter.com/jXKWcsA8Nw
— ANI (@ANI) May 11, 2020
বিকেল ৪.২৩: ট্রেনের টিকিটের সঙ্গে খাবারের দাম অন্তর্ভুক্ত নয়। তাই যাত্রীদের সঙ্গে রাখতে হবে খাবার, জানাল রেলমন্ত্রক।
No catering charges shall be included in fare. Provision for prepaid meal booking,e-catering disabled. IRCTC shall make provision for limited eatables & packaged drinking water on payment basis. Passengers are encouraged to carry their own food & drinking water: Railways Ministry
— ANI (@ANI) May 11, 2020
বিকেল ৪.১৫: পরিযায়ী শ্রমিকরা যাতে রেললাইন ধরে না হাঁটেন, সে বিষয়টি নজর রাখতে হবে রাজ্যকে। কোনও শ্রমিক যদি ট্র্যাক ধরে হাঁটেন, তবে তাঁদের বাস বা ট্রেনে বাড়ি ফেরানোর চেষ্টা করতে হবে। তাঁদের থাকার ও খাবারের ব্যবস্থাও করতে হবে, নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের।
বিকেল ৪.১৪: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal Chief Minister Mamata Banerjee takes part in the video conference with Chief Ministers over #COVID19 under the Chairmanship of Prime Minister Narendra Modi. pic.twitter.com/jQpUngWzQe
— ANI (@ANI) May 11, 2020
বিকেল ৪.১০: লকডাউনের মাঝে ট্রেনে চড়লে স্মার্টফোনে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোডের পরামর্শ রেলমন্ত্রকের।
All passengers are advised to download and use the Aarogya Setu application. No Linen, blankets and curtains shall be provided inside the train. Passengers are advised to carry their own linen for the travel: Ministry of Railways pic.twitter.com/NKPkCq2ryu
— ANI (@ANI) May 11, 2020
বিকেল ৪: দেশে বাড়ছে সুস্থতার হার। বর্তমানে ৩১.১৫ শতাংশ মানুষ সুস্থ হয়েছেন, দাবি স্বাস্থ্যমন্ত্রকের।
The total number of recoveries is 20917, 44029 people are under active medical supervision. In last 24 hours, there were 4213 new cases & 1559 recoveries. Recovery rate is now at 31.15%. Total number of cases is at 67,152: Lav Agarwal, Joint Secretary of Health Ministry #COVID19 pic.twitter.com/cVWiV9fOvn
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ৩.৫৫: পরিষেবা দিতে প্রস্তুত, জানাল সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
We are prepared to operate our airport. There will be a separate queue for corona warriors so that they don’t have to wait along with other passengers. We are sanitizing daily: Gaurang Nathwani, DGM-Air Traffic Controller, Sardar Vallabhbhai Patel International Airport, Ahmedabad pic.twitter.com/BC0WvXTz7E
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ৩.৫৪: বৈঠকে রয়েছেন নির্মলা সীতারমণ, অমিত শাহ, হর্ষবর্ধন। গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীদের নিয়ে এই প্রথমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স মোদির। অন্ধ্রপ্রদেশে ৩১ মে পর্যন্ত লকডাউন আগেই বাড়িয়েছেন কেসিআর। তাই তিনি চান আরও বাড়ুক লকডাউনের মেয়াদ। অসম-সহ উত্তরপূর্বে লকডাউন বাড়ানোর দাবি।
Prime Minister Narendra Modi’s 5th video conference meeting with Chief Ministers underway. Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh and Finance Minister Nirmala Sitharaman also present. #COVID19 pic.twitter.com/BAAaudPe75
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ৩.১৬: বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অর্থনৈতিক ক্ষেত্রকে আরও গতিশীল করার পক্ষে অধিকাংশ মুখ্যমন্ত্রী।
Prime Minister Narendra Modi’s 5th video conference meeting with Chief Ministers, begins. #COVID19 pic.twitter.com/OWriGpL8VC
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ৩.১০: এবার থেকে ৫০ শতাংশ কর্মী নিয়ে চা বাগান এবং বিড়ি বাঁধার কাজ করা যাবে, নয়া নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সরকারের।
West Bengal Government has issued an order clarifying that ‘operations including plucking in tea gardens is allowed with deployment of up to 50% of the total regular workforce at a time’. pic.twitter.com/p5vRjxWRkb
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ৩.০৪: গত ২৪ ঘণ্টায় মোট ৬ জন বিএসএফ জওয়ান করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে একজন ত্রিপুরা ও দিল্লি। বাকি ৪জন কলকাতার।
In the last 24 hours, total 6 Border Security Force (BSF) jawans have tested COVID-19 positive. One each from Tripura and Delhi, 4 from Kolkata. All of them are under treatment in designated COVID Health Care hospitals: BSF pic.twitter.com/59NgDGsFDM
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ২.৪২: বিহারে ১৫ জন পুলিশকর্মীর শরীরে করোনা সংক্রমণ।
Till now, 15 police personnel have tested positive for #Coronavirus in Bihar: Additional Director General of Police (headquarters), Jitendra Kumar
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ২.৪০: ফের তিন করোনা আক্রান্তের হদিশ মিলল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে। এবার আক্রান্তের তালিকায় মগরাহাট থানা এলাকার ১০-১৩ বছর বয়সি তিন বালিকা। তিনজনকেই চিকিৎসার জন্য রাজারহাটে চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যানসার ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। ওই তিনজনের প্রত্যক্ষ ও পরোক্ষ সংস্পর্শে আসা মানুষজনকে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
দুপুর ১.৫৭: শুধুমাত্র কোভিড ১৯ মোকাবিলায় যুক্ত সরকারি আধিকারিকরাই আরোগ্য সেতুর তথ্য পাবেন, জানালেন নীতি আয়োগের সিইও।
Aarogya Setu data only shared with government officials directly involved in COVID-19 interventions, “highly encrypted” says Niti Aayog CEO
Read @ANI Story | https://t.co/YE06cbo1J1 pic.twitter.com/yuCRQY1jxH
— ANI Digital (@ani_digital) May 11, 2020
দুপুর ১.৪০: মেমারি ২ ব্লকের পাহারহাটি গ্রামের এক মহিলা করোনা আক্রান্ত। কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। তাঁর স্বামী, মেয়ে, ননদ এবং দুই অ্যাম্বুল্যান্স চালককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। কিডনির অসুখে ভুগছিলেন ওই মহিলা। তাই তাঁকে ভরতি করা হয় বর্ধমান মেডিক্যালে। সেখানে কিছু উপসর্গ দেখা দেওয়ায় কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তবে দু’বার রিপোর্ট নেগেটিভ আসে। মহিলার ছেলে বেঙ্গালুরু থেকে ফিরে মাকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভরতি করেন। সেখানে আবারও কোভিড ১৯ টেস্ট হয় তাঁর। তাতেই জানা যায় তিনি করোনা আক্রান্ত। আপাতত মহিলার বাড়ির এলাকা ঘিরে রাখা হয়েছে। চলছে জীবাণুমুক্ত করার কাজ।
দুপুর ১.৩৫: চেন্নাইতে খুলল চা, জামাকাপড়, হার্ডওয়্যারের দোকান।
Tamil Nadu: Tea stalls, cloth stores, hardware stores & other standalone shops re-open in Chennai amid #CoronavirusLockdown.
Standalone & neighbourhood shops can function from 10:30 AM to 6 PM in Chennai, according to a state govt order. pic.twitter.com/dTv3XAK0QW
— ANI (@ANI) May 11, 2020
দুপুর ১.৩০: প্রায় ৩ মাস পর খুলল সাংহাইয়ের ডিজনিল্যান্ড। মাস্ক না পরে প্রবেশ নিষিদ্ধ।
বেলা ১১.৩০: কলকাতায় বাড়ল কনটেনমেন্ট জোন। আগে ছিল ৩২৬টি। এখন বেড়ে দাঁড়াল ৩৩৮ টি। উত্তর ও মধ্য কলকাতায় কনটেনমেন্ট জোন সর্বাধিক।
সকাল ১০.৪৩: দিল্লিতে নতুন করে করোনা আক্রান্ত আরও ৩১০ জন। মোট আক্রান্ত বেড়ে দাঁড়াল ৭২৩৩ জন, জানালেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।
310 new COVID19 cases reported in Delhi till midnight of 10th May. The total number of positive cases is now 7233. We have ordered all hospitals to submit death report with death summary each day: Delhi Health Minister Satyendra Jain pic.twitter.com/HDMXL209oi
— ANI (@ANI) May 11, 2020
সকাল ১০.২৪: করোনা আক্রান্ত শক্তি মন্ত্রকের এক কর্মী। সিল করা হল গোটা অফিস। আপাতত বাড়িতে বসেই অন্যান্য কর্মীদের কাজ করার নির্দেশ।
Delhi: Shram Shakti Bhawan has been sealed as per protocol, after an employee in the Ministry of Power, whose office is the building tested positive for #COVID19. All employees has been advised to work from home, till further notice. pic.twitter.com/eq6UScvxgD
— ANI (@ANI) May 11, 2020
সকাল ১০.০৮: রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ‘কোভিড-১৯ ম্যানেজমেন্ট টিম-১১’-এর সদস্যদের সঙ্গে বৈঠক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
Chief Minister of Uttar Pradesh Yogi Adityanath chairs a meeting with the ‘COVID-19 management Team-11’ pic.twitter.com/n7XM9gSj6Z
— ANI UP (@ANINewsUP) May 11, 2020
সকাল ১০.০৭: ট্রেন চালানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই, মন্তব্য প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের।
We welcome the decision of the government to cautiously start operations of inter-state passenger trains. The same modest opening should be started with road transport and air transport: P. Chidambaram, Congress leader and former Union Finance Minister pic.twitter.com/JQ8pDLjPYw
— ANI (@ANI) May 11, 2020
সকাল ৯.৫৪: শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালাতে সহযোগিতা করুন। বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার।
Union Home Secretary Ajay Bhalla writes to Chief Secretaries of all the states to cooperate in receiving Shramik special trains and to facilitate the movement of stranded migrant workers. #CoronavirusLockdown pic.twitter.com/Dc71z1T5Cu
— ANI (@ANI) May 11, 2020
সকাল ৯.২১: ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। সেনসেক্স উঠল ৩৮৮ পয়েন্ট। নিফটি ৯৩৬৯.৯০ পয়েন্ট।
Sensex opens at 32,030, with a gain of 388 points; Nifty at 9,369.90 pic.twitter.com/KNDd6wqABJ
— ANI (@ANI) May 11, 2020
সকাল ৮.৫৮: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২১৩ জন।
Spike of 4213 #COVID19 cases in the last 24 hours https://t.co/vMoX8g1C5k
— ANI (@ANI) May 11, 2020
সকাল ৮.৫৭: মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ হাজার ১৫২। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২২০৬ জনের।
Total cases in the country now at 67152, including 44029 active cases, 20917 cured/discharged/migrated cases and 2206 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/p9BN9UwSDC
— ANI (@ANI) May 11, 2020
সকাল ৮.৫৩: খুব সামান্য এবং উপসর্গ দেখা দেওয়ার আগের মুহূর্তের রোগীদের হোম আইসোলেশনের বিধিতে বদল। নয়া গাইডলাইন প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের।
The Ministry of Health & Family Welfare has issued revised guidelines for home isolation of very mild/pre-symptomatic #COVID19 cases pic.twitter.com/hTPcGRBqxd
— ANI (@ANI) May 11, 2020
সকাল ৮.০০: লকডাউন কি শিথিল হবে নাকি উঠে যাবে? ১৭ মে’র পরবর্তী পদক্ষেপ নিয়ে আজ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল ৭.৫৮: মঙ্গলবার থেকে শুরু সাধারণ যাত্রী পরিষেবা। সোমবার বিকেল চারটে থেকে অনলাইনে বুকিং করা যাবে। শুধুমাত্র IRCTC’র ওয়েবসাইটে বুকিং করা যাবে।
The booking for reservation in these Indian Railways special trains will start at 4 pm today and will be available only on the IRCTC website https://t.co/RQHvn0hmBR
— ANI (@ANI) May 11, 2020
সকাল ৭: ব্রিটেনে আগামী ১ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলেন বরিস জনসন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.