Advertisement
Advertisement
চতুর্থ লকডাউনে আরও ছাড়

ছাড় দিয়েই আরও ২ সপ্তাহ লকডাউন, দ্রুতই বিজ্ঞপ্তি জারির পথে কেন্দ্র

কোথায় কোথায় আরও ছাড়ের সম্ভাবনা, দেখে নিন।

Lockdown 4.0 likely to be announced with a no.of relaxation
Published by: Sucheta Sengupta
  • Posted:May 16, 2020 5:44 pm
  • Updated:May 16, 2020 5:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই দেশের আরও দু সপ্তা বাড়ছে লকডাউনের মেয়াদ। সূত্রের খবর, চতুর্থ দফায় আগামী ৩১ তারিখ পর্যন্ত লকডাউন চলবে দেশে। তবে বাড়ছে ছাড়ের মাত্রাও। বদলে যাবে রেড জোনের সংজ্ঞাও। সেখানেও শর্তসাপেক্ষে অনেক কিছুই চালু হতে পারে। তার চূড়ান্ত রূপরেখা তৈরিতে রাজ্য সরকারগুলির পরামর্শ চেয়েছিল কেন্দ্র। সেইমতো স্বরাষ্ট্রমন্ত্রক রবিবার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।

[আরও পড়ুন: নগদ জোগানের দিশা নেই, অর্থনীতিকে চাঙ্গা করতে বেসরকারিকরণই ভরসা কেন্দ্রের]

কোন কোন ক্ষেত্রে ছাড় মিলতে পারে? সূত্রের খবর –

Advertisement
  • রেড জোনে কঠোর নিষেধাজ্ঞা আরও খানিক শিথিল করার পক্ষে জোর দিতে পারে কেন্দ্র।
  • সামাজিক দূরত্ব মেনেও অফিসগুলি চালু করা হতে পারে। ১৫ বা ২৫ শতাংশ কর্মীর বদলে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মীকে কাজে লাগনোয় সায় মিলতে পারে। 
  • বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব পরিষেবাতেও কিছুটা ছাড় মিলবে। চালু হতে পারে অটোরিক্সাও।  তবে যাত্রীসংখ্যা বেঁধে দেওয়া হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ একই থাকবে।
  • আন্তঃদেশীয় বিমান পরিষেবা চালু হতে পারে শর্তসাপেক্ষে। যদিও উড়ান যোগাযোগ স্থাপনে দুই রাজ্যেরই অনুমতি মেলে, তাহলেই তা চালু করা সম্ভব। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যগুলি।
  • রেড জোনে মেট্রো পরিষেবা বন্ধই থাকবে। তবে অন্যত্র চালু হবে কি না, সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণের পাশাপাশি অন্যান্য পণ্য পরিবহণেও ছাড় মিলতে পারে। অনলাইন প্ল্যাটফর্মকে আরও সক্রিয় করা হবে বলে সূত্রের খবর। Containment Zone নিয়েও আলাদাভাবে কিছু নির্দেশিকা জারি করার সম্ভাবনা রয়েছে। তবে সবটাই স্পষ্ট হবে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর। এর আগে চলতি মাসের ৪ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে তৃতীয় দফা লকডাউনে অর্থনীতিকে সচল রাখার স্বার্থে কিছু কিছু ক্ষেত্রকে কাজের আওতায় আনা হয়েছিল। চতুর্থ দফায় সেই ছাড় আর কতটা বাড়বে, সেদিকেই তাকিয়ে আমজনতা। 

[আরও পড়ুন: লকডাউনের মধ্যেই প্রথম আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু হরিয়ানায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement