সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই দেশের আরও দু সপ্তা বাড়ছে লকডাউনের মেয়াদ। সূত্রের খবর, চতুর্থ দফায় আগামী ৩১ তারিখ পর্যন্ত লকডাউন চলবে দেশে। তবে বাড়ছে ছাড়ের মাত্রাও। বদলে যাবে রেড জোনের সংজ্ঞাও। সেখানেও শর্তসাপেক্ষে অনেক কিছুই চালু হতে পারে। তার চূড়ান্ত রূপরেখা তৈরিতে রাজ্য সরকারগুলির পরামর্শ চেয়েছিল কেন্দ্র। সেইমতো স্বরাষ্ট্রমন্ত্রক রবিবার বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।
কোন কোন ক্ষেত্রে ছাড় মিলতে পারে? সূত্রের খবর –
এছাড়া অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণের পাশাপাশি অন্যান্য পণ্য পরিবহণেও ছাড় মিলতে পারে। অনলাইন প্ল্যাটফর্মকে আরও সক্রিয় করা হবে বলে সূত্রের খবর। Containment Zone নিয়েও আলাদাভাবে কিছু নির্দেশিকা জারি করার সম্ভাবনা রয়েছে। তবে সবটাই স্পষ্ট হবে স্বরাষ্ট্রমন্ত্রকের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর। এর আগে চলতি মাসের ৪ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে তৃতীয় দফা লকডাউনে অর্থনীতিকে সচল রাখার স্বার্থে কিছু কিছু ক্ষেত্রকে কাজের আওতায় আনা হয়েছিল। চতুর্থ দফায় সেই ছাড় আর কতটা বাড়বে, সেদিকেই তাকিয়ে আমজনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.