সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসতে পারে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে এই জল্পনা। কিন্তু কতদিন এগিয়ে আসতে পারেন লোকসভা নির্বাচন? সূত্রের দাবি, ফেব্রুয়ারির গোড়াতেই ঘোষণা হতে পারে ভোটের সূচি। ২০২৪-এর মার্চের শুরুতেই আরম্ভ হয়ে যেতে পারে ভোটগ্রহণ পর্ব।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছিল। আর নির্বাচন শুরু হয়েছিল ১১ এপ্রিল। গণনা ছিল ১৯ মে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ভোট আরও একমাস এগিয়ে আসতে পারে। মার্চের গোড়াতেই শুরু হয়ে যেতে পারে ভোটপর্ব। কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। CBSE-এর দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হতে পারে ফেব্রুয়ারিতে। শেষ হতে পারে এপ্রিলে। আবার ICSE বোর্ডের পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি, মার্চ মাসে। এর মধ্য়ে কীভাবে দেশজুড়ে ভোট হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু হঠাৎ নির্বাচন এগিয়ে আনতে চাইছে মোদি সরকার?
ওয়াকিবহাল মহলের পর্যবেক্ষণ, পাঁচ রাজ্যের ফলাফল কী হবে তা নিয়ে ধন্দে ছিল গেরুয়া শিবির। কিন্তু ফলপ্রকাশ হতেই দেখা গেল তিন রাজ্যেই গেরুয়া ঝড়। স্বাভাবিকভাবেই এই ফলাফলে উজ্জীবিত পদ্মশিবির। সেই জয়ের হাওয়াকেই লোকসভা ভোটে কাজে লাগাতে চাইছেন মোদি-শাহ-নাড্ডারা। আবার ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। সেই ভাবাবেগকেও লোকসভা যুদ্ধে কাজে লাগিয়ে গোবলয়ে পদ্ম ফোটাতে চায় বিজেপি। তাই ১ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বা নির্বাচনের আগের বাজেট পেশের পরই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে।
প্রসঙ্গত বলে রাখা দরকার, ভোট এগিয়ে আনার কথা আগেই শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। বলেছিলেন, “ফেব্রুয়ারির শেষে লোকসভার ভোট হয়ে যাবে।” সেই ডেডলাইন হুবহু না মিললেও ওই মাসেই ভোটের ঘোষণা হয়ে যেতে পারে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.