সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের লাইনচ্যুত ট্রেন। শুক্রবার সকাল ৯.৫৫ মিনিটে মাহিম জংশনের কাছে লাইনচ্যুত হয় হারবার লাইন ট্রেন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ওয়েস্টার্ন মেন লাইন (চার্চগেট-ভিরার) কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে জানিয়েছে, এদিনের দুর্ঘটনার ফলে রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি।
Mumbai local train derails. Andheri-CSMT Dn Harbor local derailed near Mahim South side at 9.55 hrs ,No injury @mid_day pic.twitter.com/pofIL5jJST
— Rajendra B. Aklekar (@rajtoday) August 25, 2017
#Mumbai #derailment @ #Mahim of Andheri-CST #harbour #local #train
more than 2 hrs – still the coaches have to be put back on track pic.twitter.com/P8ErRYmpRQ— Vidya Kumar (@journovidya) August 25, 2017
স্থানীয় সূত্রে খবর, গণেশ চতুর্থীতে এমনিতেই মুম্বইয়ে এখন উৎসবের মেজাজ। এর মধ্যে লোকাল ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ যাত্রীদের মধ্যে। রেল সূত্রে জানানো হয়েছে, দ্রুতই বেলাইন হয়ে যাওয়া বগিগুলিকে লাইনে তোলার চেষ্টা চালানো হচ্ছে। মাহিম ইয়ার্ডের কাছে এডিএইচ-সিএসএমটি লোকাল লাইনচ্যুত হওয়ায় ওয়াদালা থেকে আন্ধেরির ট্রাফিক সামান্য বিঘ্নিত হয়।
More pics of Mumbai local train derailment at Mahim this morning. @mid_day pic.twitter.com/uUvTVnP5UL
— Rajendra B. Aklekar (@rajtoday) August 25, 2017
#SpotVisuals: 4 coaches of Andheri-CST Harbor local train derailed near Mahim-south side in Mumbai; no casualties reported pic.twitter.com/5BdI5zRKea
— ANI (@ANI) August 25, 2017
এমনিতেই উত্তরপ্রদেশে একের পর এক রেল দুর্ঘটনাকে ঘিরে সাধারণ রেলযাত্রীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। রেলের নিরাপত্তার দিকে কেন্দ্র আরও নজর দিক, আরজি সাধারণ মানুষের।
দেখুন টাটকা ভিডিও:
Mumbai local train derailment video @mid_day pic.twitter.com/Z1HJ6XRVmF
— Rajendra B. Aklekar (@rajtoday) August 25, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.