Advertisement
Advertisement

সেনা আধিকারিকরা খাদ্য ও জ্বালানি অর্ধেক দামে বিক্রি করেন স্থানীয়দের!

একদিকে যখন জওয়ানরা খেতে পান না, তখন সেনা আধিকারিকরা স্থানীয়দের বিক্রি করছেন খাবার?

Local people near BSF’s camp says Officers sell rations at half of the market rate
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 11, 2017 3:59 pm
  • Updated:January 11, 2017 3:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের বীরত্ব নিয়ে যখন গর্ববোধ করছে গোটা দেশ, তখনই প্রকাশ্যে এল সেনাবাহিনীর কষ্টকর জীবনযাত্রার প্রতিচ্ছবি৷ সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর জওয়ান তেজ বাহাদুর যাদবের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে৷ জওয়ান সেই ভিডিওয় তুলে ধরেছেন নিজেদের যন্ত্রণার কাহিনী৷ কঠোর পরিশ্রম এবং বহু ঝুকি নিয়ে জীবন কাটানোর পাশাপাশি দু’বেলার খাবারটাও তাঁদের ঠিক করে জোটে না৷ হলুদ গোলা জলের মতো দেখতে ডাল আর একটা পোড়া রুটিই খাবার হিসাবে জোটে জওয়ানদের৷ ভিডিওয় জওয়ান তেজ বাহাদুর বলেছিলেন, এই ঘটনার জন্য সরকার নয়, দায়ী সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা৷

সেনায় দুর্নীতি, জওয়ানের অভিযোগে তদন্তের নির্দেশ রাজনাথের

তেজ বাহাদুরের এই তথ্য প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে৷ সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিএসএফ ক্যাম্পের কাছাকাছি থাকা স্থানীয়রা জানিয়েছেন, সেনা আধিকারিকরা তাঁদের খাবার এবং জ্বালানি বাজারদরের প্রায় অর্ধেক দামে বিক্রি করে৷ একদিকে যখন সেনাবাহিনীর জওয়ানরা খেতে পাচ্ছেন না তখন সেনার জন্য বরাদ্দ সবজি, চাল, ডাল, মশলা কম দামে স্থানীয় বাসিন্দাদের কাছে পৌঁছে যাচ্ছে৷ এই ঘটনার কথা সামনে আসতে আবারও বিতর্কের পারদ চড়েছে৷ যদিও এক বিএসএফ আধিকারিককে ঘটনাটির সত্যতা সম্পর্কে প্রশ্ন করা হলে, তিনি ব্যাপারটি অস্বীকার করেন৷

Advertisement

উপরওয়ালাদের দুর্নীতিতে পেট ভরে খাবারই জোটে না জওয়ানদের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement