সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ৯০০০ কোটি টাকার ঋণ মাথায় নিয়ে ও কর ফাঁকি দিয়ে ব্রিটেনে রাজার হালে দিন কাটাচ্ছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়া। তবে এবার বিপাকে পড়েছেন কিংফিশার মালিক৷ কারণ ব্রিটেন আর তাঁকে আশ্রয় দিতে রাজি নয়৷ বিপদে পড়েই এবার মিডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি৷ তাঁর অভিযোগ, আজ তাঁর এই অবস্থার জন্য ভারতীয় সংবাদমাধ্যমগুলিই দায়ী৷
Very unfortunate that Indian media do not share pride that an Indian entry into Formula 1 is so successful. Only focussed on blasting me.
— Vijay Mallya (@TheVijayMallya) February 23, 2017
সম্প্রতি, ফর্মুলা ওয়ান কার রেসিং প্রতিযোগতায় ‘সাহারা ফোর্স ইন্ডিয়া চ্যালেঞ্জার-এর’ উদ্বোধন করেন তিনি। তা নিয়ে এদিন একটি টুইট ও করেন মালিয়া। তাতে বলা হয়েছিলফর্মুলা ওয়ান প্রতিযোগিতায় একটি ভারতীয় দলের প্রবেশে গর্বিত না হয়ে সংবাদমাধ্যম তাকেই দোষারোপ করছে। তবে সোশ্যাল মিডিয়ায় আশানুরূপ সমর্থনের বদলে মালিয়ার কপালে জুটেছে নিন্দার ঝড়।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ প্রায় ন’টি ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি টাকার ঋণ নিয়ে তা আর ফেরত দেননি মালিয়া। তারপরই ইডি ও সিবিআই মামলাটির তদন্তে নামলে ব্রিটেনে পালিয়ে যান তিনি। তবে খুব বেশি দিন বিচারব্যবস্থার হাত এড়ানো সম্ভব হবে না তার পক্ষে। বুধবার, দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকের পর মালিয়াকে ভারতের হাতে প্রত্যর্পণে রাজি হয়েছে ব্রিটেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.