ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার সাক্ষী হচ্ছেন না মন্দির আন্দোলনের পুরোধা বা ‘রামরথের সারথি’ লালকৃষ্ণ আডবানী (LK Advani)। রাম জন্মভূমি আন্দোলনের আরেক মুখ মুরলী মনোহর যোশীও (MM Joshi) সোমবার থাকছেন না রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। জানিয়ে দিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।
আসলে অযোধ্যায় এই মুহূর্তে প্রবল ঠান্ডা। আর মন্দির (Ram Mandir) আন্দোলনের দুই পুরোধা পুরুষই বয়সের ভারে ন্যুজ। আডবানী এখন ৯৬, যোশী ৯০ ছুঁইছুঁই। সে কারণেই দুই প্রবীণ নেতা থাকছেন না মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে।
রামমন্দির আন্দোলনের পুরোধা ছিলেন গেরুয়া শিবিরের ‘লৌহপুরুষ’। তাঁর রথযাত্রা কর্মসূচিতেই উত্তাল হয়েছিল গোটা দেশ। এর পরেই করসেবকদের আবেগের বিস্ফোরণ এবং বাবরি মসজিদ ধ্বংসের ঐতিহাসিক ঘটনা। সুপ্রিম কোর্টের নির্দেশে আজ যেখানে গড়ে উঠেছে মন্দির। অথচ সেই লালকৃষ্ণ আডবানীকেই মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ জানাতে চায়নি রাম জন্মভুমি তীর্থক্ষেত্র ট্রাস্ট (Ram Janmabhumi Trust)। একই ভাবে মুরলী মনোহর যোশীকেও ট্রাস্টের তরফে আমন্ত্রণ জানানো হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
ট্রাস্টের বক্তব্য ছিল, আডবানী এবং যোশী বৃহত্তর গেরুয়া পরিবারের প্রবীণ সদস্য। তাঁদের বয়সের বিষয়টি বিবেচনা করেই উদ্বোধনের দিন তাঁদের আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ খবর ঠাওর হতেই বিরাট বিতর্ক শুরু হয়ে যায়। পরে সমালোচনার মুখে পড়ে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আডবানী এবং যোশীকে আমন্ত্রণ জানানো হয়। বিশ্ব হিন্দু পরিষদের (VHP) কার্যনিবাহী সভাপতি অলোক কুমার গিয়ে তাঁদের আমন্ত্রণ জানিয়ে আসেন। এমনকী আডবাণীকে অযোধ্যায় আনতে বিশেষ ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা করে বিশ্ব হিন্দু পরিষদ। কিন্তু শেষ পর্যন্ত এলেন না তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.