Advertisement
Advertisement
ফণী

ঘূর্ণিঝড় ফণী: শনিবার বন্ধ আলিপুর চিড়িয়াখানা, রাজ্যে জারি রেড অ্যালার্ট

রাত বাড়তেই শহরজুড়ে তুমুল বৃষ্টি।

LIVE Updates: severe cyclonic storm Fani makes landfall in Bengal
Published by: Sulaya Singha
  • Posted:May 3, 2019 5:22 pm
  • Updated:May 4, 2019 11:15 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশায় তাণ্ডব চালাচ্ছে ফণী৷ নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাতিনেক আগেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ভূপৃষ্ঠে৷ ঝড়ের প্রভাবে ক্রমশই শ্রীক্ষেত্রের অবস্থার অবনতি হচ্ছে৷ পর্যটকশূন্য পুরী বিদ্যুৎ বিচ্ছিন্ন৷ ব্যাহত ইন্টারনেট পরিষেবা৷ বিভিন্ন এলাকায় ভেঙে গিয়েছে গাছ এবং হোর্ডিং৷ এখনও পর্যন্ত ওড়িশায় তিনজনের মৃত্যু হয়েছে৷ কলকাতায় আর কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবে ঘূর্ণিঝড় ফণী। কোনও সমস্যায় পড়লে যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলিতে। কলকাতার ফায়ার কন্ট্রোল রুমের নম্বর- 22521165, 22526164, 22523170 । নবান্ন কন্ট্রোল রুম- 1070 / 03322535185/ 03322143526 / 03322145664 । কলকাতা পুলিশ হেল্পলাইন- 03322143024/ 03322141330 / 03322141310/ 03322143230/ 03322143024 । স্পেশাল হেল্পলাইন নম্বর- 9432610444 (এই নম্বরে হোয়াটস্যাপও করা যাবে)।  কলকাতা পুরসভার মেয়রের নম্বর- 9830037493। আজ সারারাত কলকাতা পুরসভায় থাকবেন মেয়র।

রাত ১০.৩০মিনিট: ওড়িশায় মৃতের সংখ্যা বেড়ে ৮। 

Advertisement

রাত ১০.২৫ মিনিট: আজ থেকে তিনদিন বন্ধ ইকো পার্কের সমস্ত রাইড। এ রাজ্যের প্রায় ৪৫ হাজার মানুষকে স্থানান্তর করা হয়েছে।

রাত ১০.১০ মিনিট: শনিবার বিকেলেই বাংলাদেশের দিকে ঘুরে যেতে ফণী, পূর্ভাবাস আলিপুর আবহাওয়া দপ্তরের।  

রাত ১০.০৫ মিনিট: রাত বাড়তেই শহরজুড়ে তুমুল বৃষ্টি। শনিবার বন্ধ থাকবে আলিপুর চিড়িয়াখানা। রাজ্যে জারি রেড অ্যালার্ট।

সন্ধে ৮.২০ মিনিট: বন্ধ কলকাতা পুরসভার সমস্ত পার্ক।

সন্ধে ৭.৪৮ মিনিট: ঝড়ে উড়ে গেল ৪০টি কাঁচা বাড়ির চাল। জখম বেশ কয়েকজন।

সন্ধে ৭.৪৫ মিনিট: ৩টি আশ্রয়শিবির তৈরি করল এন্টালি থানা।

সন্ধে ৭.৩০ মিনিট: সবাই যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, তাই ফণী আছড়ে পড়ার আগে পর্যন্ত চলবে বিশেষ ট্রেন।

সন্ধে ৭.২০ মিনিট: ফণী রাজ্যে প্রবেশের আগেই শুরু দুর্যোগ। ফ্রেজারগঞ্জে উত্তাল সমুদ্র, গ্রামে ঢুকে পড়ছে জল। পাথরপ্রতিমায় বাঁধে ফাটল।

সন্ধে ৭.১০ মিনিট: প্রবল ঝড়বৃষ্টি শুরু মন্দারমণিতে। উপকূলবর্তী বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন।

সন্ধে ৭.০৫ মিনিট: গড়বেতা-২ ব্লকের তিয়াশালে বাজ পড়ে মৃত্যু কিশোরের।

সন্ধে ৭.০০ মিনিট: কটকের জাজপুরের উপর এখন অবস্থান করছে ফণী। ঘূর্ণিঝড় প্রবেশের পর কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হতে পারে বিদ্যুৎ পরিষেবা। সিদ্ধান্ত CESC-র।

সন্ধে ৬.৫০ মিনিট: ফণীর প্রভাব এড়াতে বন্ধ গড়িয়াহাট মল। বিপজ্জনক বাড়িগুলি খালি করার নির্দেশ কলকাতা পুরসভার।

সন্ধে ৬.৩৫ মিনিট: কলকাতায় তৈরি হল ফণী শেল্টার। বিপর্যয় এড়াতে বহু মানুষকে কসবার স্কুলে আশ্রয়।

সন্ধে ৬.৩৫ মিনিট: কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূরে রয়েছে ফণী। ‘দ্য ৪২’ কর্তৃপক্ষকে ক্রেন সরানোর নির্দেশ।

সন্ধে ৬.৩০ মিনিট: ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ১১৫ কিলোমিটার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

বিকেল ৫.২০ মিনিট: শনিবার সকাল ৮টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরের সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বিকেল ৫.১৫ মিনিট: হাসনাবাদ লাইনে রেল বাতিল হওয়ার কারণে বারাসত স্টেশনে যাত্রী বিক্ষোভ৷ অপরোধে বন্ধ শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন চলাচল৷ 

বিকেল ৫ মিনিট: শিয়ালদহ-বারাসত-হাসনাবাদ লাইনের ছটি ট্রেন বাতিল৷ শিয়ালদহ-ক্যানিং লাইনে আটটি ট্রেন বাতিল৷ শিয়ালদহ-ডায়মন্ডহারবার লাইনে বাতিল ছটি ট্রেন৷ শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুরের আটটি ট্রেন বাতিল৷ লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনেও ব্যাহত ট্রেন চলাচল৷ এই রুটের পাঁচটা ট্রেন বাতিল৷

[আরও পড়ুন: পুরীতে ব্যাপক তাণ্ডব ফণীর, সতর্কতা সত্ত্বেও প্রাণহানি]

বিকেল ৪ মিনিট: ফণীর আতঙ্কে বিকেল ৩টে থেকে বন্ধ দক্ষিণ কলকাতার সাউথ সিটি মল৷

বিকেল ৩.৩০ মিনিট: বিপর্যয়ের ভয়াবহতা বাড়লে প্রয়োজনে স্তব্ধ হতে পারে মেট্রো পরিষেবা৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement