প্রথম দিন: দীর্ঘ ৮ ঘণ্টা জেরার পর শিলংয়ের CBI দপ্তর থেকে বেরলেন রাজীব কুমার
রবিবার ফের তলব করা হয়েছে তাঁকে।
Advertisement
Published by: Subhajit Mandal
Posted:February 9, 2019 11:08 am
Updated:February 9, 2019 8:18 pm
মণিশংকর চৌধুরি, শিলং: শিলংয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআইয়ের বিশেষ দল। কলকাতার নগরপালের বিরুদ্ধে একাধিক প্রশ্নের তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লাইভ আপডেটের জন্য চোখ রাখুন।
দুপুর ২ টো ২৫ মিনিটে প্রথম রাউন্ডের জিজ্ঞাসাবাদ শেষ। শুরু দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের জিজ্ঞাসাবাদের জন্য এলেন আরেকটি দল।
Advertisement
এখনও পুলিশ সুপারকে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। তিনি তদন্ত সহযোগিতা করছেন বলেই সূত্রের খবর।
১২ ফেব্রুয়ারির আগে রাজীব কুমারকে ছেড়ে দেওয়ার আবেদন আইনজীবীর।
রাজীব কুমারের সঙ্গে কোনওরকম জোরজবরদস্তি করা যাবে না, সুপ্রিম কোর্টের এই রায় যথাযথভাবে পালন করা হচ্ছে নিশ্চিত করার জন্য ইস্ট খাসি হিল এলাকার ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত রয়েছেন।
শিলং পৌঁছেছেন কুণাল ঘোষও। আগামিকাল জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।
রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ শুরু। ২২ পাতার প্রশ্নমালা তৈরি হয়েছে। সূত্রের খবর জিজ্ঞাসবাদ করছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব-সহ ডিএসপি পদমর্যাদার ৩ জন আধিকারিক।
রাজীব কুমারকে কাল রাত থেকে যেখানে রাখা হয়েছিল, সেই ত্রিপুরা ক্যাসেলেই ফিরে গেলেন বিশ্বজিত।
সকাল সাড়ে ১১ টা নাগাদ সিবিআই দপ্তর থেকে বেরিয়ে গেলেন রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিৎ দেব। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ কমিশনারের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয়নি।
সিবিআই আধিকারিকদের কাছে বেশ কয়েকটি অনুরোধ করলেন রাজীব কুমারের আইনজীবী। জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত থাকতে চান বিশ্বজিৎ দেব। সেই সঙ্গে আগামিকাল স্বরস্বতী পুজো এবং মাধ্যমিক পরীক্ষাও শুরু হচ্ছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কমিশনারের থাকা প্রয়োজন। তাই, অনির্দিষ্টকালের জন্য রাজীব কুমারকে আটকে না রাখার অনুরোধ করেছেন তিনি।
সকাল ১০ টা ৪৭ মিনিট নাগাদ সিবিআই দপ্তরে প্রবেশ করেছেন রাজীব কুমার। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জিজ্ঞাসাবাদ।
Meghalaya: Kolkata Police Commissioner Rajeev Kumar arrives at the CBI office in Shillong. He will be questioned here today in connection with Saradha chit fund scam. pic.twitter.com/rT3naYZz6E
সকাল ১০টা নাগাদ সিবিআই দপ্তরে পৌঁছন রাজীব কুমারের আইনজীবী বিশ্বজিৎ দেব। ইনি মেঘালয়ের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল। বর্তমানে তৃণমূলের সঙ্গেও যুক্ত রয়েছেন বিশ্বজিৎ দেব। তৃণমূলের মেঘালয়ের পর্যবেক্ষক তিনি।
সকাল সাড়ে ৯টা নাগাদ সিবিআই দপ্তরে আসেন সিবিআইয়ের তদন্তকারী দলের সদস্যরা। ৩টি দলে ভাগ করে জিজ্ঞাসাবাদ করা হবে রাজীব কুমারকে। তিন রাউন্ড জিজ্ঞাসাবাদ হবে। সারাদিন ধরেই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা।