Advertisement
Advertisement
Nitin Gadkari

‘লিভ-ইন সম্পর্ক সমাজকে ধ্বংস করবে’, মত নীতীন গড়করির, আপত্তি সমলিঙ্গের সম্পর্কেও

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী বলছেন, "সব সমাজেরই নিজস্ব কিছু নিয়ম থাকে। সেগুলো মেনে চলতে হয়।"

Live-in relationships violate norms, will destroy society, says Nitin Gadkari
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2024 9:03 am
  • Updated:December 19, 2024 9:45 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ-ইন সম্পর্ক এবং সমকামী সম্পর্ক নিয়ে প্রবল আপত্তির কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা নীতীন গড়করি। একসময়ের আরএসএস প্রচারক গড়করির কথায়, সমাজের নিজস্ব কিছু নিয়ম, কিছু নীতি আছে। সেগুলো না মেনে চললে সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।

এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে লিভ-ইন সম্পর্ক প্রসঙ্গে গড়করি স্পষ্ট বলে দেন, এই ধরনের সম্পর্ক একেবারেই সমর্থনযোগ্য নয়। সমাজের জন্য ভুল এবং বিপজ্জনক। কেন ঠিক নয় লিভ-ইন? কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী বলছেন, “সব সমাজেরই নিজস্ব কিছু নিয়ম থাকে। সেগুলো মেনে চলতে হয়।” এই নিয়মগুলি না মানলে সমাজ ধ্বংস হবেই।

Advertisement

কেন সমাজ ধ্বংস হবে? কেন্দ্রীয় মন্ত্রীর পালটা প্রশ্ন, “আপনি যদি বিয়ে না করেন, সন্তান হবে কী করে? যদি হয়ও সেই সন্তানের ভবিষ্যৎ কী হবে? সমাজব্যবস্থাকে এভাবে অবজ্ঞা করলে ভবিষ্যৎ প্রজন্মের উপর তার কী প্রভাব পড়বে?” খানিক ক্ষোভের সুরেই গড়করি বলছেন, “আপনি যদি মনে করেন শুধু ফুর্তি করার জন্য সন্তানের জন্ম দেবেন, তারপর আর কোনও দায়িত্ব পালন করবেন না, তাহলে সেটা কাজের কথা নয়। সন্তান জন্ম দেওয়া এবং সঠিকভাবে তাকে লালন-পালন করা প্রত্যেক বাবা-মায়ের কর্তব্য।” গড়করির দাবি, একসময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীও তাঁকে জানিয়েছেন, মানুষের বিয়েতে অনীহা ইউরোপীয় সমাজের সবচেয়ে বড় সমস্যা।

শুধু লিভ-ইন সম্পর্ক নয়, সমকামী সম্পর্কেও প্রবল আপত্তি জানিয়েছেন গড়করি। তিনি বলছেন, এই ধরনের সম্পর্ক তৈরি হলে গোটা সমাজব্যবস্থাই ভেঙে পড়বে। যদিও শেষে গড়করি বলেছেন, এ সবটাই তাঁর ব্যক্তিগত মতামত। তাঁর দল বা সরকারের অবস্থান নয়। তাছাড়া এই ধরনের বিষয়গুলিতে জনগণকেই ঠিকভুল বেছে নিতে হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement