সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজনের বয়স ৮, অন্যজনের ৩৷ বন্ধ ঘরে টানা ১১ দিন আটকে আছে তারা৷ বাবার সঙ্গে ঝামেলা করে মা চলে গিয়েছে আগেই৷ ১৫ আগস্টের দিন বাবাও যে সেই বেরিয়েছে বাড়ি থেকে, আর ফেরেনি৷ ঘরের খাবার ফুরিয়েছে৷ নেই জলও৷ অনাহারে, জলের অভাবে প্রায় মৃত্যুমুখে দুই বোন৷ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে শেষমেশ পুলিশ উদ্ধার করে তাদের৷
অমানবিক এই ঘটনাটি ঘটেছে দিল্লিতে৷ আট বছরের হিমাংশি ও তিন বছরের দীপালির মা-বাবা তাদের ছেড়ে গিয়েছে৷ মেয়ে হওয়ার কারণেই তাদের এই পরিণতি৷ বেশ কিছুদিন তালাবন্ধ ছিল তাদের বাড়ি৷ বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়৷ পুলিশ এসে উদ্ধার করে দুই বোনকে৷ দেখা যায় একচটা ভাঙা খাটিয়ার উপর দুই বোন একে অন্যের হাত ধরে বসে আছে৷ চোখেমুখে ভয়৷ ছোট বোনটির মাথায় সংক্রমণ ছড়িয়েছে৷ সারা বাড়ি মশা, মাছি ও পোকায় ভর্তি৷ তার মধ্যেই কোনওভাবে বেঁচে ছিল বাচ্চা দুটি৷ প্রায় সাতদিন কোনও খাবার ও জল ছাড়া কাটিয়েছে তারা৷ সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে৷
পুলিশ সূত্রে খবর, নেপালি কলোনির বাসিন্দা বান্টি ও রজনী আর্থিক সঙ্কটে পড়েছিল৷ সেই নিয়ে ঝামেলা চলছিলই৷ জানা যাচ্ছে, এর জেরেই কিছুদিন আগে ছেলেকে নিয়ে বাচ্চা রজনী বাড়ি ছেড়ে চলে যায়৷ প্রতিবেশীরা জানাচ্ছেন, বান্টি এলাকায় মদ্যপ বলেই পরিচিত৷ ১৫ আগস্টের পর থেকে আর তাকে বাড়ি ফিরতে দেখা যায়নি৷ তখন থেকেই ঘরবন্দি দুই বোন৷ তাদের ঠাকুমাও একটি অন্য বাড়িতে থাকে৷ কিন্তু তিনিও এদের দায়িত্ব নিতে অস্বীকার করেন৷ ফলত এই অবস্থায় পড়তে হয় বাচ্চা দু’টিকে৷
আপাতত পুলিশের নির্দেশে শিশুকল্যাণ সমিতি তাদের দায়িত্ব নিয়েছে৷ তাদের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে৷ তাদের বাবার খোঁজ করা হলেও, এখনও তার কোনও সন্ধান মেলেনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.