Advertisement
Advertisement

Breaking News

Lithium

জম্মু ও কাশ্মীরের চেয়েও বড় লিথিয়াম খনির সন্ধান রাজস্থানে, মেটাতে পারে ৮০ শতাংশ চাহিদা

দেশে সম্ভবত আরও সস্তা হবে লিথিয়াম।

Lithium reserves found in Rajasthan। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 9, 2023 5:02 pm
  • Updated:May 9, 2023 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ফেব্রুয়ারিতেই জম্মু ও কাশ্মীরে দেশের মধ্যে প্রথম লিথিয়াম খনির সন্ধান মিলেছিল। কয়েক মাসের মধ্যেই এবার রাজস্থানেও (Rajasthan) মিলল লিথিয়াম খনি। দাবি, এখানে উপত্যকার চেয়েও বেশি পরিমাণে লিথিয়াম (Lithium) রয়েছে। দেশের মোট চাহিদার ৮০ শতাংশই মেটাতে পারার ক্ষমতা রয়েছে এখানকার খনির।

রাজস্থানের নাগপুর জেলার দেগানায় রয়েছে এই লিথিয়াম খনি। সেরাজ্যের প্রশাসনের তরফে এমনটাই জানানো হয়েছে। এই মুহূর্তে ভারত লিথিয়াম, নিকেল ও কোবাল্টের মতো খনিজ পদার্থের জন্য বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল। জম্মু ও কাশ্মীরের পর রাজস্থান, পরপর দুই রাজ্যে লিথিয়াম খনির সন্ধান এই পরিস্থিতি অনেকটাই বদলাবে বলেই মনে করা হচ্ছে।
ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরিতেই মূলত ব্যবহৃত হয় লিথিয়াম। ভারতে আগামিদিনে লিথিয়াম আরও সস্তা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

[আরও পড়ুন: মমতার পর এবার নবীন পট্টনায়েকের দ্বারস্থ নীতীশ কুমার, দ্রুত দিল্লিতে মহাজোটের বৈঠক!]

গত ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে সন্ধান মিলেছিল দেশের প্রথম লিথিয়াম খনির। মোট ৫৯ লক্ষ টন লিথিয়াম ওখানে রয়েছে বলে অনুমান। কেন্দ্রীয় খনি মন্ত্রক এক বিবৃতি জারি করে জানিয়েছিল লিথিয়াম (Lithium) ও সোনা মিশ্রিত ৫১টি মিনারেল ব্লক সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: সিগন্যালে দাঁড়াতে বলার ‘শাস্তি’, ট্রাফিক পুলিশকে বনেটে তুলে আধ কিলোমিটার ছুটল গাড়ি!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement