Advertisement
Advertisement

Breaking News

বিহারে শিশুদের রহস্যমৃত্যুর জন্য দায়ী লিচু!

ইন্দো-মার্কিন গবেষকদের এই বিস্ফোরক দাবির নেপথ্যে কারণটা কী?

litchi responsible for Bihar mystery deaths, claims researchers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 2, 2017 4:11 am
  • Updated:January 4, 2020 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালে বিষয়টি সামনে এনেছিল সর্বভারতীয় একটি সংবাদসংস্থা৷ দাবি ছিল সাংঘাতিক৷ ১৯৯৪ সালে ২০১৪ সালের মধ্যে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০০ জন শিশুর৷ সেই সময় থেকেই এই নিয়ে যৌথভাবে তদন্ত শুরু করেছিলেন ভারতীয় ও মার্কিন গবেষকরা৷ তাঁদের চাঞ্চল্যকর দাবি, অধিকাংশ শিশুর মৃত্যু লিচু খাওয়ার ফলেই হয়েছে৷

(ক্লাসরুমে প্রাক্তন প্রেমিকাকে পুড়িয়ে মেরে আত্মঘাতী যুবক)

Advertisement

হাসপাতালে ভর্তি হওয়া ৩৯০ জন শিশুকে নিয়ে কেস স্টাডি করেছিল জাতীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা এবং আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল৷ যার মধ্যে ১২২ শিশু স্বাভাবিক রোগ ভোগের ফলে মারা যায়৷ কিন্তু ২০৪ জন শিশুর মৃত্যু রক্তে শর্করার পরিমান কমে যাওয়ার ফলে হয়৷ জানা গিয়েছে, যাদের এই রোগ দেখা গিয়েছে প্রত্যেকেই খালি পেটে লিচু খেয়েছে৷ আর এটাই এই রোগের প্রধান কারণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা৷

a32bcc18-517b-4efe-adeb-906c393e9a9d

জুন-জুলাই মাসে বিহারের মুজাফফরপুরে প্রচুর পরিমাণে লিচুর ফলন হয়৷ যার ফলে সেখানে অধিকাংশ শিশুরাই খালি পেটে লিচু খেয়ে ফেলে৷ অনেকে আবার রাতের খাবারের বদলেও লিচু খেয়ে শুয়ে পড়ে৷ সেই কারণেই অদ্ভূত রোগটির প্রকোপ এই স্থানেই সবচেয়ে বেশি৷ তবে, এখনই লিচু নিয়ে ভয় পাওয়ার কোনও প্রয়োজন নেই বলেই জানিয়েছেন গবেষকরা৷ কারণ ভরা পেটে লিচু খেলে কোনও অসুবিধা হয় না৷

(বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement