Advertisement
Advertisement
CDS

CDS Bipin Rawat: বিপিন রাওয়াতের সঙ্গে আর কারা ছিলেন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারে?

কুন্নুরে ভেঙে পড়ে এমআই-১৭ হেলিকপ্টারটি।

List of Passengers on board crashed Mi-17 helicopter carrying CDS Bipin Rawat। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 8, 2021 4:34 pm
  • Updated:December 8, 2021 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুতে ভয়াবহ সেনা চপার (Army Chopper) দুর্ঘটনার কবলে পড়েছেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (CDS Bipin Rawat)। ওই হেলিকপ্টারে ছিলেন ১৪ জন যাত্রী। তাঁদের মধ্যে সস্ত্রীক রাওয়াত ছাড়াও ছিলেন আরও ১২ জন। জেনে নেওয়া যাক তাঁদের পরিচয়।

জানা যাচ্ছে, ওই হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, এনকে গুরুসেবক সিং, এনকে জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল ও আরও কয়েকজন সেনাকর্মী। তবে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রী তালিকা প্রকাশ করা হয়নি।

Advertisement

[আরও পড়ুন: তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনা চপার, ছিলেন সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত]

বুধবার সকালে নীলগিরি পাহাড়ের কাছে ওই চপারটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার। ১৪ জন যাত্রীর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের দাবি, ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে বিপিন রাওয়াতের দেহ। এই মুহূর্তে ওয়েলিংটনের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। এদিকে টুইট করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: CDS Bipin Rawat: এই প্রথম নয়, বহুবার দুর্ঘটনার মুখে পড়েছে Mi-17 হেলিকপ্টার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement