কিংশুক প্রামাণিক, পাটনা: বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। তাঁর ডাকে সাড়া দিয়েছে সব বিজেপি বিরোধী দল। কিন্তু বৈঠকের বহুদিন আগে থেকেই মনে করা হচ্ছিল বিরোধী জোটের মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) হতে চলেছেন। আর সেটা খানিকটা স্পষ্ট হয়ে গেল, নীতীশের বাসভবনের ওই বৈঠকে বিরোধী নেতাদের আসন বিন্যাস দেখেই।
দীর্ঘদিন বাদে একমঞ্চে এসেছেন রাহুল গান্ধী-মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও উপস্থিত বৈঠকে। কিন্তু মমতা-রাহুলকে পাশাপাশি বসানো হল না। বরং মুখ্যমন্ত্রীর একপাশে বসলেন বিরোধী শিবিরের আরও দুই সিনিয়র নেতা লালুপ্রসাদ যাদব, এবং নীতীশ কুমার। অন্যদিকে বসলেন শরদ পওয়ার (Sharadh Pawar) এবং অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। মমতার সারিতেই ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। কিন্তু রাহুল বসেছিলেন নীতীশ কুমারের পাশে। মমতা গুরুত্ব দিলেন আঞ্চলিক নেতাদেরই।
আসলে বিরোধীদের একজোট করার কাজটা শুরুতে করেছিলেন মমতাই। পরে সেই কাজটা খানিকটা এগিয়ে নিয়ে যান নীতীশ কুমার, শরদ পওয়ারা। আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও গোটা দেশে ঘুরেছেন। এদেরই পাশে নিয়ে বসলেন মমতা। আর বয়োজ্যেষ্ঠ লালুকে সম্মানের খাতিরেই পাশে রাখলেন তৃণমূল নেত্রী। সে তুলনায় খানিকটা দূরে ছিল কংগ্রেস। এদিনের বৈঠকে কংগ্রেসের দুই নেতা খাড়গে এবং রাহুলও দূরেই ছিলেন। তবে, বৈঠক শেষে সকলে একত্রিত হবেন আশা বিরোধীদের। শেষে যৌথ বিবৃতিও দেবেন তাঁরা।
বৈঠকে উপস্থিত যারা:
নীতীশ কুমার (জেডিইউ)
লালুপ্রসাদ যাদব (আরজেডি)
মল্লিকার্জুন খাড়গে (কংগ্রেস)
রাহুল গান্ধী (কংগ্রেস)
কে সি বেণুগপপাল (কংগ্রেস)
মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
অভিষেক বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
ফিরহাদ হাকিম (তৃণমূল)
অরবিন্দ কেজরিওয়াল (আপ)
ভগবন্ত মান (আপ)
ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স)
মেহেবুবা মুফতি (পিডিপি)
শরদ পওয়ার (এনসিপি)
উদ্ধব ঠাকরে (শিব সেনা উদ্ধব গোষ্ঠী)
এমকে স্ট্যালিন (ডিএমকে)
অখিলেশ যাদব (সমাজবাদী পার্টি)
সীতারাম ইয়েচুরি (সিপিএম)
ডি রাজা (সিপিআই)
দীপঙ্কর ভট্টাচার্য (সিপিআইএম লিবারেশন)
হেমন্ত সোরেন (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা)
এছাড়াও বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.