সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ধনকুবের মদ ব্যবসায়ী পন্টি চাধার ৪০০ কোটির বিলাসবহুল ফার্ম হাউস গুড়িয়ে দিল দিল্লি (Delhi) প্রশাসন। রাজধানীর ছতরপুরে বিরাট এলাকা জুড়ে ছিল ওই ভবনটি। গত শনি ও রবিবার দুই দিন ধরে ভাঙা হয়েছে সেটিকে। প্রশাসনের দাবি, বেআইনিভাবে জমি দখল করে তৈরি হয়েছিল ধনকুবের ব্যবসায়ীর বিলাসবহুল ফার্ম হাউজটি।
দিল্লি ডেভলপমেন্ট অথরিটির (Delhi Development Authority) আধিকারিকদের বক্তব্য , অনুমোদন ছাড়াই সরকারি জমি দখল করে নির্মাণকাজ চালানো হয়েছে। শুক্র ও শনিবার ধনকুবের সুরা ব্যবসায়ীর ১০ একর জমির তৈরি ওই ৪০০ কোটির ফার্ম হাউসটিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার পাঁচ একর জমিতে ধ্বংস অভিযান চলে। শনিবার মূল ভবনটিকে বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়।
#WATCH | Delhi Development Authority demolished the Farmhouse of high profile liquor baron, Late Ponty Chadha alias Gurdeep Singh, spread over about 10 acres in Chhatarpur, South Delhi, worth about 400 crores, yesterday. Today, the exercise of demolition of the main building over… pic.twitter.com/yqE9cBPNDP
— ANI (@ANI) March 2, 2024
এর আগে উত্তর-পূর্ব দিল্লির গোকুলপুরে গত ১৩ ও ১৭ জানুয়ারি অবৈধ নির্মাণ ভাঙার কাজ চালায় দিল্লি ডেভলপমেন্ট অথরিটি। ওই এলাকার বেশ কিছু শোরুম গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। যদিও পন্টি চাধার ৪০০ কোটির ফার্ম হাউস ভাঙা অনেক বড় খবর বলেই মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত চাধার ওয়েভ গ্রুপের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.