Advertisement
Advertisement

Breaking News

রাতের রাস্তায় ভ্রমণে পশুরাজ, তটস্থ বাসিন্দারা

ক্লিক করে দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

lions roaming around at residential areas in gujarats junagadh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 2, 2016 12:30 pm
  • Updated:October 2, 2016 12:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের অন্ধকারে রাস্তা দিয়ে ও কে হাঁটে? হ্যাঁ, ঠিকই দেখেছেন৷ জঙ্গল থেকে বেরিয়ে এসে রাস্তায় হেঁটে চলে বেড়াচ্ছে সিংহরা৷

শুক্রবার রাতে গুজরাতের জুনাগড় জেলার জনবসতিপূর্ণ এলাকায় এধাকিক বব্বর শেরকে ঘুরে বেড়াতে দেখা গেল৷ তারই ভিডিও মোবাইল ক্যামেরায় ধরা পড়ল৷ ইতিমধ্যেই যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ রাতে ওই এলাকায় মানুষের আনা-গোনা বন্ধ হওয়ার পরই জঙ্গল থেকে নিঃশব্দে বেরিয়ে এসেছিল সিংহরা৷ ভিডিও ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে, গাড়ির ভিতর থেকে কেউ সিংহদের দেখতে পেয়ে তা ভিডিও করেছেন৷

Advertisement

এর আগে এই জুনাগড়েই রাতে বাঘ ঘুরে বেড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল৷ এবার জনবসতির মধ্যে সিংহর ঢুকে আসার ঘটনায় আম আদমির নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল৷ যদিও এ ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে খবর৷

ক্লিক করে দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement