Advertisement
Advertisement

দিনের আলোয় পাড়ায় ঘুরছে সিংহী, আতঙ্কিত জনগণ

এরকমই ঘটনা ঘটল গুজরাতের বীরপুর গ্রামে। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে সেই ঘটনার।

Lioness roams on streets of Virpur village
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 19, 2016 12:39 pm
  • Updated:December 19, 2016 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাড়ার রাস্তায় বড়সড় চেহারার জন্তুটিকে হাঁটতে দেখে প্রথমে খানিকটা চমকেই গিয়েছিলেন অধিবাসীরা।  কৌতূহলে উঁকি ঝুঁকিও দিয়েছিলেন। কিন্তু তারপরই চক্ষু ছানাবড়া। আস্ত একটা সিংহী হেঁটে বেড়াচ্ছে রাস্তায়! তাও দিনের আলোয়!

না কোনও সার্কাস নয়। এরকমই ঘটনা ঘটল গুজরাতের বীরপুর গ্রামে। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে সেই ঘটনার। দেখা যাচ্ছে, শুনসান রাস্তার উপর দিয়ে নিজের মর্জিতে হেঁটে চলেছেন সিংহী। বেশ দ্রুতগতিতে। তার আগেই সতর্ক হয়ে গিয়েছেন অধিবাসীরা। ফলত ধারেকাছে কারও থাকার প্রশ্নই নেই। দেখা যাচ্ছে, কোনও বাড়ির জানালার ধার ঘেষে চলে যাচ্ছে সিংহী। অবশ্য একটু এগিয়ে যেতেই পিছনে নেমেছে মানুষের ঢল। এর মধ্যেই খবর দেওয়া হয় বনবিভাগকে। কর্মীরা এসে শেষে ফিরিয়ে নিয়ে যায় সিংহটিকে।

Advertisement

কীভাবে রাজপথে চলে এল সিংহ তা খতিয়ে দেখা হচ্ছে। খাবারের অভাবেই সাধারণ মাংশাসি প্রাণীরা লোকালয়ে চলে আসে। এক্ষেত্রেও তা হয়েছিল কি না, তাও দেখা হবে। তবে সে তো পরের কথায়। পাড়ার রাস্তায় সিংহির বীরদর্পে হাঁটার কথা ভেবেই এখনও যেন আতঙ্কিত বীরপুরের অধিবাসীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement