Advertisement
Advertisement

গ্রামবাসীদের খাটিয়ায় চেপে ৫০ ফুট কুয়ো থেকে উঠলেন পশুরাজ

৫০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে গেলেন পশুরাজ।

   Lion fell into a 50-feet deep well in Gujrat, villagers dropped a 'khaat' inside for lion to climb on
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 12, 2017 11:36 am
  • Updated:March 12, 2017 3:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতে চলতে আচমকাই পদস্খলন। একেবারে আক্ষরিক অর্থে। ৫০ ফুট গভীর কুয়োর মধ্যে পড়ে গেলেন পশুরাজ। শেষমেশ গ্রামবাসীদের খাটিয়া চেপে বাইরে এল সিংহশাবক।

C6sgIXvVwAAwW0d

Advertisement

ঘটনা গুজরাটের আমরেলি শহরের। ফাঁকা কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল এক সিংহশাবক। তর্জন গর্জন শুনে হাজির হন গ্রামবাসীরা। কিন্তু প্রাণ হাত করে কে তাকে কীভাবে বাইরে আনবে! খবর দেওয়া বনকর্মীদের। এর মধ্যেই গ্রামবাসীরা দড়ি বেঁধে একটি খাটিয়া নামিয়ে দেন কুয়োর মধ্যে। তাতে চড়েই উপরে উঠতে থাকেন পশুরাজ। সামনেই খাঁচা খুলে রেখেছিলেন বনবিভাগের কর্মীরা। খাটিয়া করে উপরে উঠেই সেটির মধ্যে প্রবেশ করেন তিনি। গ্রামবাসীরাও হাঁফ ছেড়ে বাঁচেন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement