সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের বেলায় গুজরাটের মাধবপুর গ্রামের ছবিটা ছিল আর পাঁচটা গ্রামের মতোই। রাস্তার আশেপাশে লোকজনের জমায়েত। কোথাও রাখা সাইকেল, আবার কোথাও মোটরবাইক দাঁড় করিয়ে গল্পে মশগুল স্থানীয়রা। এতদূর পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু এরপর হঠাৎই ঘটে গেল সেই ঘটনাটা। সকলকে চমকে দিয়ে লোকজনের মাঝখান দিয়ে আচমকাই দৌড়ে চলে গেল একটি সিংহ!
চমকে ওঠার মতোই খবর। জঙ্গল থেকে বেরিয়ে সোজা লোকালয়ে ঢুকে পড়েছে আস্ত একটি সিংহ! সে দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের সুশান্ত নন্দ। ভিডিও দেখে ধারণা করা যায়, সেটি আসলে সিংহী। লোকের ভিড়কে রীতিমতো ভয় পাইয়ে দিয়ে সারি সারি করে রাখা সাইকেল-বাইকের মধ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে যে দৌড়ে চলে গেল এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান সকলে। পালিয়ে বাঁচার চেষ্টা করেন অনেকে। রাস্তার ধারের পাঁচিলের অন্যপ্রান্তে থাকা লোকজন আবার মোবাইল বের করে ভিডিও করারও চেষ্টা করেন।
Imagine someone charging at you at 80kmp 🤔🤔
Even Usain Bolt can’t escape( Average speed-38kmp)from a charging lion. In such a situation, where will u find tolerance for each other other than India? Video from Madavpur village of Gujurat( VC-SM) pic.twitter.com/PLyOMq6oDv— Susanta Nanda IFS (@susantananda3) March 7, 2020
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। অনেকেই জানতে চেয়েছেন, ঘটনায় সকলে সুরক্ষিত আছেন কি না। যদিও সেই সিংহী দৌড়ে কোন দিকে গেলেন কিংবা এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে গুজরাটে এই প্রথম নয়। এর আগেও জঙ্গল থেকে বেরিয়ে হাইওয়েতে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে সিংহের দলকে। তবে এভাবে গ্রামের ভিতর সিংহীর আবির্ভাবে ঘাবড়ে গিয়েছেন সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.