Advertisement
Advertisement

এই শর্ত পূরণ করলে আর বাধ্যতামূলক নয় আধার-প্যান ‘লিঙ্ক’

জেনে রাখুন, অন্যকেও জানান।

Linking Aadhaar and PAN is not mandatory for all. Read who all are exempt
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 6, 2017 2:50 pm
  • Updated:July 6, 2017 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর জমা দিতে চলতি বছরের পয়লা জুলাই থেকে আধার নম্বরের সঙ্গে প্যান নম্বর ‘লিঙ্ক’ করা বাধ্যতামূলক করেছে সরকার। ফলে দেশ জুড়ে আধার নম্বরের সঙ্গে প্যান নম্বর লিঙ্ক করার হিড়িক পড়ে গিয়েছে। একধাক্কায় অনেকটাই চাপ বেড়েছে আয়কর দপ্তরের ওয়েবসাইটের উপর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভাব-অভিযোগের খবরও এসেছে। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে এই দুই গুরুত্বপূর্ণ নথি লিঙ্ক করার হাত থেকে মুক্তি দিয়েছে।

[আধার যোগ না করলে কি ১ জুলাই থেকে বাতিল প্যান কার্ড?]

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা CBDT জানিয়েছে, আয়কর আইন ১৩৯এএ-র আওতা থেকে নির্দিষ্ট কয়েকটি শ্রেণির ব্যক্তিদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন,

Advertisement

১. আয়কর দপ্তরের আইন মোতাবেক যাঁরা নন-রেসিডেন্ট ইন্ডিয়ান বা NRI, তাঁদের আধার ও প্যান নম্বর লিঙ্ক করতে হবে না।

২. যাঁরা ভারতের নাগরিকত্ব পাননি।

৩. যাঁদের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।

৪. অসম, মেঘালয়, জম্মু ও কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের।

[১ জুলাই থেকে আয়কর রিটার্ন, নয়া প্যান কার্ডে বাধ্যতামূলক আধার]

উপরের তালিকাভুক্ত ব্যক্তিদের নয়া নিয়ম মানতে হচ্ছে না এখনই। কেন্দ্র জানিয়েছে, সুযোগ না থাকায় নিজেদের এলাকায় যাঁরা এখনও আধার করিয়ে উঠতে পারেননি, তাঁরা নিজেদের যোগাযোগের তথ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ দাখিল করতে পারেন। যখন এলাকায় আধার ক্যাম্প হবে, তখন তাঁদের ডেকে নেওয়া হবে। এক্ষেত্রে তাঁরা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্রের বক্তব্য, গোটা দেশে ৯৫ শতাংশ মানুষ ইতিমধ্যেই সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম লিখিয়েছেন। সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে আধার সংযুক্তিতে গত আড়াই বছরে ৪৯ হাজার ৫৬০ কোটি টাকা সাশ্রয় হয়েছে সরকারের। সামাজিক সুযোগ-সুবিধা পেতে বাধ্যতামূলক হয়েছে আধার কার্ড। কিন্তু কেন্দ্রের এই অনড় মনোভাবে আতান্তরে পড়েছেন বহু মানুষ। আধার কার্ড করানোর ইচ্ছা থাকলেও নানা প্রতিবন্ধকতায় যাঁরা এখনও আধার কার্ড করিয়ে উঠতে পারেননি, তাঁরা পড়েছেন সমস্যায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement