Advertisement
Advertisement

কমল নোট বদলের উর্ধ্বসীমা, বদল করা যাবে মাত্র ২০০০ টাকা

বাড়ল কৃষক, ব্যবসায়ীদের টাকা তোলার সীমা৷ বিয়ের জন্য তোলা যাবে এককালীন ২.৫ লক্ষ টাকা৷

Limit to swap notes drops to Rs. 2,000 from Rs. 4,500
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 17, 2016 11:36 am
  • Updated:November 17, 2016 11:36 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  নোট বদলের উর্ধ্বসীমার কমিয়ে দিল সরকার৷ এবার থেকে ৪৫০০ হাজার টাকা নয় মাত্র ২০০০ টাকা পর্যন্ত নোট অদল-বদল করা যাবে৷ ১৮ নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে৷ বৃহস্পতিবার সকালে এই কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস৷

তবে কৃষকদের জন্য এদিন ভাল খবর শুনিয়েছেন অর্থসচিব৷ তিনি জানান, এবার থেকে কৃষকরা প্রতি সপ্তাহে মাথাপিছু ২৫,০০০ টাকা তুলতে পারবেন ব্যাঙ্ক থেকে৷ সার ও বীজ কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে৷ পাশাপাশি শস্যবীমার প্রিমিয়াম দেওয়ার সময়সীমাও আরও ১৫ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে৷

Advertisement

বিয়ের মরশুমের খাতিরেও সুর নরম করেছে সরকার৷ জানানো হয়েছে, বিয়ের জন্য সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা তুলতে পারবে প্রতি পরিবার৷ এই টাকা পাত্র কিংবা পাত্রীর মা অথবা বাবাই তুলতে পারবেন৷ এর জন্য ব্যাঙ্কে বিয়ের কার্ড ও প্যান নম্বর জমা দিতে হবে৷

ছাড় দেওয়া হয়েছে রেজিস্টার করা ব্যবসায়ীদের ক্ষেত্রেও৷ ৫০,০০০ টাকা পর্যন্ত নতুন টাকা তুলতে পারবেন তাঁরা৷ কিছু সরকারী কর্মীদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে৷ ১০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম বেতন তুলতে পারবেন তাঁরা৷ এদিন কেন্দ্রীয় অর্থসচিব জানান, সরকারের কাছে যথেষ্ট পরিমানে নতুন টাকা মজুত রয়েছে৷ নতুন টাকা তৈরির কাজ ১০০ শতাংশ হারে চলছে৷ টাকার পরিমানে কোনও খামতি নেই৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement