Advertisement
Advertisement

Breaking News

Allahabad High Court

‘অশ্লীল পোস্টে লাইক করা অপরাধ নয়’, পর্যবেক্ষণ হাই কোর্টের

এক ফৌজদারি মামলার শুনানিতে জানাল উচ্চ আদালত।

Liking 'obscene' social media post is not a crime, but sharing or reposting is, says Court। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 28, 2023 2:10 pm
  • Updated:October 28, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও ‘অশ্লীল’ পোস্টে লাইক করা অপরাধ হতে পারে না। তা শেয়ার করা কিংবা সেটা রিপোস্ট করাটা অবশ্য শাস্তিযোগ্য অপরাধ। এক মামলায় এমনই পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court)।

মহম্মদ ইমরান কাজি নামে এক ব্যক্তির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলার শুনানি ছিল আদালতে। সেই মামলাটি খারিজ করে দেন বিচারপতি অরুণকুমার সিং। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল এক বেআইনি সমাবেশের পোস্টে লাইক করার। বিচারপতি জানিয়েছেন, ”আমি এমন কোনও উপাদান খুঁজে পাইনি যা আবেদনকারীকে কোনো আপত্তিকর পোস্টের সঙ্গে সংযুক্ত করতে পারে। কারণ আবেদনকারীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কোনও আপত্তিকর পোস্ট পাওয়া যায়নি। তাই আবেদনকারীর বিরুদ্ধে কোনও মামলা হতে পারে না।”

Advertisement

[আরও পড়ুন: গুলি চালিয়ে ২২ জনকে খুন, দুদিন পর উদ্ধার বন্দুকবাজ মার্কিন সেনাকর্মীর দেহ]

সেই সঙ্গেই তাঁকে বলতে শোনা যায়, ”ফারহান উসমানের একটি পোস্টে লাইক করেছিলেন অভিযুক্ত। কিন্তু কারও পোস্টে লাইক করাটা ৬৭ তথ্যপ্রযুক্তি আইনে কোনও অপরাধ হতে পারে না।” প্রসঙ্গত, গত ৩০ জুন আগ্রার আদালত ইমরানের বিরুদ্ধে তৈরি হওয়া চার্জশিট গ্রহণ করে তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য ওয়ারেন্ট জারি করেছিল। কিন্তু এবার হাই কোর্টে খারিজ হয়ে গেল মামলাটিই।

[আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব রাষ্ট্রসংঘে, ভোটদানে অংশই নিল না ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement